মাস খানেক আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল প্রেনেলান সুব্রায়েনের। সেই সিরিজেই এই প্রোটিয়া স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠে। ফলে বোলিংয়ের পরীক্ষা দিতে হয় তাকে। সেই পরীক্ষায় পাস করেছেন তিনি।
গত ২৬ অগাস্ট ব্রিজবেনে আইসিসির অনুমোদিত ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সুব্রায়েন। পরীক্ষায় দেখা যায় তার সব ডেলিভারিতেই কনুই নির্ধারিত সীমা অর্থাৎ ১৫ ডিগ্রির মধ্যে ছিল। এক বিবৃতিতে আজ রোববার এসব তথ্য জানিয়েছে আইসিসি।
এবারই যে প্রথম সুব্রায়েনের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়েছিল, এমনটা কিন্তু না। এর আগে ২০১২ সালে প্রথমবার তার বোলিং অ্যাকশন অবৈধ হয়। তখন তাকে ফেরাতে কাজ করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। সেবারও অল্প সময়ের ব্যবধানেই আবার ক্রিকেটে ফেরেন ২০১৩ সালে।
দ্বিতীয় দফায় ২০১৫ আলে আবারো নিষিদ্ধ হন তিনি। ভারতের অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার সময় তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। সেবার বোলিং অ্যাকশন ঠিক করে ২০১৬ সালের মার্চে আবার ক্রিকেটে ফেরেন তিনি।
লমা সময় ধরে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে খেলছেন সুব্রায়েন। অভিজ্ঞ এই বোলার এ বছরই প্রোটিয়াদের হয়ে খেলার সুযোগ পান।
এমকে/এসএন