বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে তুরস্কে গিয়ে পাসপোর্ট হারিয়ে ফেলেছিলেন লামিনে ইয়ামাল। স্পেনের দারুণ জয়ের পর যে কারণে দেশে ফিরতে বিড়ম্বনায় পড়েছিলেন বার্সেলোনার এই ইয়ংস্টার। তুরস্কে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে গিয়ে পাসপোর্ট হারিয়ে আটকা পড়েছিলেন ইয়ামাল।
গত (৭ সেপ্টেম্বর) রাতে তর্কু অ্যারেনায় স্বাগতিক তুরস্ককে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে স্পেন। হ্যাটট্রিক করেছেন মিকেল মেরিনো। এছাড়া পেদ্রি জোড়া গোল ও ফেরান তরেস বাকি গোলটি করেন। গোল না পেলেও দারুণ খেলেছেন লামিনে ইয়ামাল, করেছেন জোড়া অ্যাসিস্ট।
কিন্তু ম্যাচ শেষে দেশে ফেরার পথে বাঁধে বিপত্তি। ১৮ বছর বয়সী ইয়ামাল ম্যাচ শেষে দলের বাসে ওঠার সময় বুঝতে পারেন তার সঙ্গে পাসপোর্ট নেই। স্পেন দলের বাকি সদস্যরা যখন ফেরার প্রস্তুতি সারছিলেন, ইয়ামালের জন্য আলাদা একটি প্রাইভেট জেটের ব্যবস্থা করে রাখা হয়েছিল।
স্থানীয় গণমাধ্যম জানায়, ইয়ামাল বিমানবন্দরের এপ্রনে ফিরে গিয়ে নিজের লাগেজে পাসপোর্ট খুঁজতে থাকেন। পরে স্প্যানিশ ফুটবল ফেডারেশন তুরস্কের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এবং কোনিয়া (ম্যাচের ভেন্যু) পুলিশ বিভাগের সহায়তায় যৌথ উদ্যোগে সমাধানের চেষ্টা চালানো হয়। কয়েক ঘণ্টা পর সমস্যার সমাধান হলে সন্ধ্যায় প্রাইভেট জেটে ইয়ামাল তুরস্ক ত্যাগ করেন।
মাঠের বাইরের সামান্য এই সমস্যাটুকু বাদ দিলে দারুণ একটা দিন কাটিয়েছে স্পেন। তুরস্ককে বিশাল ব্যবধানে হারিয়ে স্পেনের পয়েন্ট দাঁড়িয়েছে ৬। 'ই' গ্রুপের শীর্ষে উঠে গেছে তার। অন্যদিকে, ম্যাচ হেরে তুরস্ক ৩ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে জর্জিয়ার নিচে নেমে গেছে। কোনো পয়েন্ট না পাওয়া বুলগেরিয়া একদম তলানিতে।
আগামী ১১ অক্টোবর স্পেন নিজেদের মাঠে জর্জিয়ার মুখোমুখি হবে, আর তুরস্ক অ্যাওয়ে ম্যাচ খেলবে বুলগেরিয়ার বিপক্ষে।
এসএস/এসএন