যে ধরনের প্রস্তাব পাই সেটা মনের মতো হয় না : ববি

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। ‍রূপালি ভুবনে তার বিচরণ এক যুগেরও বেশি সময়। অভিনয় দিয়ে জয় করেছেন দর্শকদের মন। অ্যাকশন থেকে রোমান্টিক- সব ঘরানার সিনেমাতেই দেখিয়েছেন মুন্সিয়ানা।

জুনে ববি গিয়েছিলেন অস্ট্রেলিয়া। গত সপ্তাহে দেশে ফিরেছেন ইয়ামিন হক ববি। প্রস্তুতি নিচ্ছেন তিনটি ছবির শুটিংয়ের। অভিনেত্রীর সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ।

এবারের অস্ট্রেলিয়া ভ্রমণটা স্মরণীয় হয়ে থাকবে ববির। দুই বোন থাকেন সেখানে। তাঁদের পাঁচ সন্তান, ভাগ্নে-ভাগ্নিদের সঙ্গে দারুণ কিছু সময় কাটিয়েছেন। ববির আত্মীয়-স্বজন অনেকেই থাকেন অস্ট্রেলিয়ায়।

এবার আমেরিকা ও ফ্রান্স থেকেও অনেক আত্মীয় এসেছেন অস্ট্রেলিয়ায়। সবাইকে নিয়ে ঘুরেছেন এখানে-সেখানে। দেখতে দেখতে কখন যে তিন মাস কেটে গেছে বুঝতেই পারেননি ববি। পিকনিক, হৈ-হুল্লোড়, খাওয়াদাওয়া, হাসি-ঠাট্টায় দিনগুলো পার হয়ে গেছে।



ববি বলেন, ‘আগেও অস্ট্রেলিয়া গিয়েছি।
তবে এবারের ভ্রমণটা অন্য রকম। বোনের বাচ্চারা বড় হয়েছে। তারা আমাকে পেলে এখন আর একা স্কুলে যেতে চায় না। নাচের ক্লাস, আরবি শিক্ষার ক্লাস- সব জায়গাতেই আমি ছিলাম তাদের ছায়াসঙ্গী। এদিকে আমি অস্ট্রেলিয়া যাব শোনার পর আগে থেকেই কাজিনরা আমেরিকা ও ফ্রান্স থেকে আসার প্রস্তুতি নেয়। বোনেরাও ছুটি নেয়। সবাই মিলে এক আনন্দময় সময় কাটিয়েছি।’

ববি দেশে ফিরেছেন ৩ সেপ্টেম্বর। তবে খবরটা এখনো সেভাবে জানাজানি হয়নি। কারণ ববির ব্যবহৃত দীর্ঘদিনের পুরনো ফোন নম্বরটি বন্ধ। খোলা আছে শুধু হোয়াটসঅ্যাপ। ববি বলেন, ‘পুরনো সিমকার্ডটি হারিয়ে ফেলেছি। এরপর আর তোলা হয়নি। ভাবছি দু-এক দিনের মধ্যে তুলে নেব। তখন ফোন করে কাছের মানুষদের জানাব দেশে ফেরার কথা।’

এবার ববির সঙ্গে বাংলাদেশে এসেছেন তাঁর মা-ও। থাকবেন জানুয়ারি পর্যন্ত। অনেক দিন পর মা দেশে ফেরায় বেশ খুশি ‘বিজলী’ তারকা। বলেন, ‘শুটিং ছাড়া পুরো সময়টা মায়ের সঙ্গে থাকব। জানুয়ারিতে মা আবার চলে যাবেন। তখন তো আবার সেই একা হয়ে যাব।’

ববির চলচ্চিত্রে অভিষেক হয়েছিল ইফতেখার চৌধুরীর ‘খোঁজ- দ্য সার্চ’-এ। একই ছবি দিয়ে ইফতেখারেরও বড় পর্দার নির্মাতা হওয়া। দুজনের মধ্যে রসায়নটাও বেশ। ববিকে নিয়ে ‘দেহরক্ষী’, ‘রাজত্ব’, ‘অ্যাকশন জেসমিন’, ‘ওয়ান ওয়ে’, ‘বিজলী’র মতো ছবি উপহার দিয়েছেন ইফতেখার। তবে কোনো এক অজানা কারণে গত সাত বছর দুজনকে একসঙ্গে পাওয়া যায়নি। অনেকে ভেবেছিলেন দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। তবে না, সাত বছর পর আবার একসঙ্গে শুটিংয়ে নামছেন তাঁরা। কেন এত দিন কাজ হয়নি সেটাও পরিস্কার করলেন ববি, ‘ইফতেখারের ছবিতে দর্শক আমাকে সব সময় পছন্দ করেছে। আমরাও দর্শকের নতুন নতুন ছবি উপহার দিতে চেষ্টা করি। মাঝখানে দুই বছর করোনা ছিল। এরপর ইফতেখার আমেরিকা গিয়েছিল বেশ কিছুদিনের জন্য। তারপর দেশে ফিরে হারল্যানের সঙ্গে যুক্ত হয়। ফলে আমরা কাজ করার সময় করে উঠতে পারিনি। সব ঠিক থাকলে নভেম্বরেই আমরা নতুন ছবি নিয়ে আসছি। তখন ছবির নাম ও আমার সঙ্গে অন্যান্য কলাকুশলীর নামও জানিয়ে দেব।’

লন্ডনে গিয়ে মিনহাজ কিবরিয়ার ‘বেঈমান’ ছবির শুটিং করেছিলেন ববি। অস্ট্রেলিয়া যাওয়ার আগে শুটিং করেছিলেন কে এ নিলয়ের ‘বউ’-এর। দুটি ছবিই আছে মুক্তির অপেক্ষায়। ববি বলেন, ‘দুটির গল্প দুই ধরনের। একটি সামাজিক গল্পের আরেকটি থ্রিলার। এখন তো অনেক ছবিরই প্রস্তাব পাই। তবে সিদ্ধান্ত নিই ভেবে-চিন্তে।’

অস্ট্রেলিয়া যাওয়ার আগে বদিউল আলম খোকনের ‘তছনছ’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন। দেশে ফিরেই শুটিংয়ে অংশ নেবেন বলেও জানিয়েছিলেন। তবে ছবির পাণ্ডুলিপিতে কিছুটা পরিবর্তন চেয়েছিলেন ববি। বলেন, ‘আমি দেশে ফেরার পর এখনো পাণ্ডুলিপিটা পড়তে পারিনি। খোকন ভাইয়ের বড় বড় ছবিতে অভিনয় করেছি। তিনি খুব বিচক্ষণ নির্মাতা। কিছু কিছু জায়গায় আমি পরিবর্তন দাবি করেছিলাম। খোকন ভাই সেগুলো করলেই শুটিংয়ে অংশ নেব। হয়তো এই মাসের শেষ সপ্তাহে ছবিটির শুটিংয়ে অংশ নেব।’

আপাতত ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে ভাবছেন না ববি। কিছুদিনের মধ্যে সৈকত নাসিরের একটি ছবি চূড়ান্ত হবে। তা ছাড়া আরো দুটি ছবির ব্যাপারে কথা চলছে। ফলে ওটিটিতে কাজ করার জন্য শিডিউলও দিতে পারবেন না। ববি বলেন, ‘আমরা বড় পর্দাতেই কমফোর্ট ফিল করি। এখানে যেহেতু ব্যস্ততা আছে, ওটিটি নিয়ে তাই ভাবছি না। তা ছাড়া যে ধরনের প্রস্তাব পাই সেটা মনের মতো হয় না। তাই ওটিটি থেকে দূরে আছি।’

ইএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img

আবদুল কাদের

কেন্দ্রের ভেতরে ‘মেকানিজম’ করেছেন সাদিক কায়েম Sep 10, 2025
img

বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পর্যবেক্ষণ

ছোটখাটো অব্যবস্থাপনা ছিল কিন্তু নির্বাচন অগ্রহণযোগ্য মনে হয়নি Sep 10, 2025
img
নেপালে সহিংসতায় হৃদয় ভাঙছে মোদির Sep 10, 2025
img
ডাকসু নির্বাচনের ফল ঘোষণার অপেক্ষায় সিনেট হলে শিক্ষার্থীদের স্লোগানমুখর ভিড় Sep 10, 2025
img

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

নেপালে অবস্থানরত বাংলাদেশ ফুটবল দলের নিরাপদ প্রত্যাবর্তনে সর্বোচ্চ চেষ্টা চলছে Sep 10, 2025
img
নেপালে আটকা পড়াদের বিষয়ে তথ্য দিল মন্ত্রণালয় Sep 09, 2025
img
শিবির ট্যাগ দিয়ে ডাকসুর নারী প্রার্থীর স্বামীকে হেনস্তা ছাত্রদলের Sep 09, 2025
img
ডাকসু প্রার্থীদের আইন ভাঙার বিষয়টি বাজে বার্তা দিয়েছে: ভিপি প্রার্থী ইমি Sep 09, 2025
img
ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার সময় জানালেন চিফ রিটার্নিং কর্মকর্তা Sep 09, 2025
img
বিশৃঙ্খলা না থামলে নেপালে রাতেই নামবে সেনাবাহিনী Sep 09, 2025
img
জাতির উদ্দেশে ভাষণ দিলেন নেপালের সেনাপ্রধান Sep 09, 2025
img
জাতীয় ঐক্যের আহ্বান নেপালের প্রেসিডেন্টের Sep 09, 2025
img
হাসিনা ও রেহানার মধ্যে একটা কোল্ড ওয়ার ছিল : রনি Sep 09, 2025
img
বুধবার বন্ধ থাকবে ঢাবির ক্লাস-পরীক্ষা Sep 09, 2025
img
হাসিনাকে টেনেহিঁচড়ে নামিয়েছি আবার বাংলাদেশে হাসিনাগিরি দেখার জন্য না : জাহেদ উর রহমান Sep 09, 2025
img
‘এই কষ্ট কোনোদিন ভুলব না’ ছাত্রদল নেতা হামিমের সঙ্গে বাগবিতণ্ডার পর ঢাবি শিক্ষক Sep 09, 2025
img
ডাকসুর ফলাফলের নামে ভুয়া তথ্যে সয়লাব সোশ্যাল মিডিয়া Sep 09, 2025
img
নারী শিক্ষার্থীরা প্রতিটি সংকটে আমাদের পথ দেখিয়েছেন : এসএম ফরহাদ Sep 09, 2025
img
এসএ টোয়েন্টির নিলামে বিক্রি হননি মুস্তাফিজ Sep 09, 2025
img
যে শিক্ষককে ধমকাতে পারে তার মতো ছাত্রনেতা আমাদের জন্য লজ্জার : সারজিস Sep 09, 2025