ভারতে মুসলমানরা কারও দয়ায় বাস করে না জানিয়ে অল ইন্ডিয়া মজলিশে ইত্তেহাদুল মুসলেমিনের (এআইএমআইএম) প্রধান আসাদুদ্দিন ওয়াইসি বলেন, ভারতে মুসলমানরা কংগ্রেস কিংবা কারও দয়ায় বসবাস করেন না। ৭০ বছর ধরে তারা তাদের সাংবিধানিক অধিকার বলে এখানে বসবাস করছেন।
মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভি।
মহারাষ্ট্রে দলীয় প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারণায় রাহুলের সমালোচনা করে তিনি বলেন, জাহাজের একজন ক্যাপ্টেন সবসময় ডুবন্ত জাহাজ থেকে সবাইকে নিরাপদে নামিয়ে দেয়ার পর নিজের চিন্তা করেন। কিন্তু রাহুল এমন এক ক্যাপ্টেন, যিনি ডুবন্ত জাহাজ থেকে সবার আগে লাফ দিয়ে নেমে গেছেন।
আসাদুদ্দিন ওয়াইসি বলেন, বিজেপি সরকার এখন মুসলমানদের ধর্মীয় অনুভূতি নিয়েও খবরদারি করছে। তিন তালাকের মতো ইসলামী বিধানকে নিয়ে রীতিমতো নিজেদের মনগড়া আইন চাপিয়ে দিচ্ছে।
টাইমস/এএইচ/এইচইউ