মাসিক ৩ বিলিয়ন ডলার রেমিট্যান্সে কমবে ঋণ নির্ভরতা

রফতানি ও প্রবাসী আয়ের সঙ্গে দেশের সার্বিক ব্যয় সমন্বয়ে নির্ভর করতে হয় বিদেশি ঋণে। বাংলাদেশ ২০২৩-২৪ অর্থবছরে বৈদেশিক ঋণ নেয় সাড়ে ৯ বিলিয়ন ডলার। আর শেষ অর্থবছরে ছিল ৮ বিলিয়ন ডলার। বিশেষ করে বার্ষিক ব্যয়ের ঘাটতি পূরণেই উন্নয়ন সহযোগীদের কাছে হাত পাততে হয় বাংলাদেশকে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বরে বিদেশি ঋণের পরিমাণ প্রথমবারের মতো ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যায়। ওই সময়ে সরকারি ও বেসরকারি খাতে বিদেশি ঋণের স্থিতি হয়েছিল ১০০ দশমিক ৬৪ বিলিয়ন বা ১০ হাজার ৬৪ কোটি ডলার। এর পরের তিন মাসে বিদেশি ঋণের স্থিতি কিছুটা কমে আসে। গত মার্চ মাসের শেষে তা দাঁড়ায় ৯ হাজার ৯৩১ কোটি ডলারে। তবে পরের তিন মাসে বিদেশি ঋণ আবার বৃদ্ধি পেয়ে ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।
 
২০১৫-১৬ অর্থবছর শেষে বিদেশি ঋণের স্থিতি ছিল ৪১ দশমিক ১৭ বিলিয়ন বা ৪ হাজার ১১৭ কোটি ডলার। অর্থাৎ গত ৯ বছরে বাংলাদেশের বিদেশি ঋণ বেড়েছে দ্বিগুণের বেশি। এদিকে, গত অর্থবছর ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসে দেশে, যার পরিমাণ ৩০ বিলিয়ন ডলারের বেশি। তাই বিদেশি ঋণ নির্ভরতা কমিয়ে আনতে পারে রেমিট্যান্স বৃদ্ধি ও ডলার বন্ডে বিনিয়োগের বাড়তি জোয়ার। এজন্য প্রতিমাসে কমপক্ষে শুধু রেমিট্যান্স আনতে হবে তিন বিলিয়ন ডলার।
 
অর্থনীতিবিদ ড. জামাল উদ্দিন বলেন, ‘প্রবাসীদের কাছে যদি সরকারি বন্ড বিক্রি করা যায়, তাহলে সেটা ফরেন কারেন্সি হিসেবে রেমিট্যান্সের যে করিডোর রয়েছে, সেই করিডোরের ডেস্টিন্যাশন অনুযায়ী যদি টার্গেট করা হয় কোন জায়গায় থেকে কত নিবো তাহলে ঋণ কমানো যাবে।’
 
প্রবাসে লাখ লাখ শ্রমিক এখন অবৈধ। ভিসাসহ অন্যান্য সমস্যা সমাধান ও অবৈধ শ্রমিকদের রেমিট্যান্স পাঠাতে কৌশলী হওয়ার পরামর্শ ব্যাংকারদের। বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি সঞ্চিয়া বিনতে আলী বলেন, যেসব প্রবাসী ব্যাংকের আওতার বাইরে রয়েছে, তাদের যদি অন্তর্ভুক্ত করা যায় তাহলে রেমিট্যান্স আরও বাড়বে।
 
অগ্রণী ব্যাংকের এমডি মো. আনোয়ারুল ইসলাম বলেন, যেসব প্রবাসীর বৈধতা নেই, তারা প্রবাসে অবস্থান করা পরিচিত লোকদের সহায়তায় ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে পারেন।
 
বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক এমডি ইসমাইল হোসেন বলেন, ‘রেমিট্যান্স পাঠানো প্রবাসীদের চার্জ ফ্রি করতে পারলে হার বাড়বে। কিন্তু সেটা সম্ভব হবে না কারণ, বিদেশে আমাদের দেশীয় ব্যাংক এবং মালিকানাধীন এক্সচেঞ্জ কোম্পানি খুব কম।’
 
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিএমএস বিভাগের সমন্বয়ক ও সহযোগী অধ্যাপক ড. সেলিম রেজা বলেন, ‘যেসব শ্রমিককে বিদেশে পাঠানো হচ্ছে, তাদের যদি আধুনিক মানের প্রশিক্ষণ দেয়া যেত তাহলে রেমিট্যান্সের হার আরও বাড়তো।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
শক্ত হতে শিখিয়েছেন মা, তবে সেটা প্রচারের নয়: আনুশকা শর্মা Nov 06, 2025
img
উত্তমকুমারের কাছেই শিখেছি সহঅভিনয়ের পাঠ: লিলি চক্রবর্তী Nov 06, 2025
img
স্ট্রাগল করতে করতে বয়স কেটে গেছে: রাখি সাওয়ান্ত Nov 06, 2025
img
এস আলমের লোকজন এখন নমিনেশন পাচ্ছেন : কর্নেল অলি Nov 06, 2025
img
প্রধান উপদেষ্টার কাছে জামায়াতে ইসলামীসহ ৮ দলের স্মারকলিপি দেবে আজ Nov 06, 2025
img
নিউইয়র্ক থাকবে অভিবাসীদের শহর হিসেবে, বললেন মামদানি Nov 06, 2025
img

সাদিক কায়েম

জুবায়ের ও সর্ব মিত্রের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে কালচারাল ফ্যাসিস্টরা Nov 06, 2025
img
ভার্জিনিয়ার লেফটেন্যান্ট গভর্নর পদে জয় ভারতীয় বংশোদ্ভূত মুসলিম হাশমির Nov 06, 2025
img
বড় বাজেটের ভিড়ে ‘দ্য তাজ স্টোরি'র বাজিমাত Nov 06, 2025
img
রোহিত শর্মা ও বিরাট কোহলি ‘ভারতের রোনালদো-মেসি' : রশিদ লতিফ Nov 06, 2025
img
অ্যাশেজে অস্ট্রেলিয়ার দল নিয়ে সমালোচনা সাবেক অজি অধিনায়ক স্টিভ ওয়াহর Nov 06, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Nov 06, 2025
নিউইয়র্কে নতুন ইতিহাস, জেন-জি ফার্স্ট লেডি রামা দুওয়াজি Nov 06, 2025
সিলেট-৫ আসনে ৩০ বছরের মধ্যে প্রার্থী নেই বিএনপির Nov 06, 2025
মনোনয়ন চাপে বিএনপি, বদল হতে পারে প্রার্থী তালিকা Nov 06, 2025
রাষ্ট্র সংস্কারের জায়গায় ফেল হলে চুপ থাকবো না: এসএম ফরহাদ Nov 06, 2025
আইনি নোটিশের পরও সমাধান হয়নি, মামলা দায়ের Nov 06, 2025
জন্মদিনের পোস্টে মেয়েকে শাসন করলেন শাহরুখ Nov 06, 2025
শাকিবের নেতৃত্বে ঢাকা ক্যাপিটালস এবারও হট ফেভারিট Nov 06, 2025
img
তারুণ্য নির্ভর ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে চাই : জামায়াত আমির Nov 06, 2025