মরিসভিলে র্যাপটর্সকে ৯৬ রানের বিশাল ব্যবধানে পরাজিত করল আটলান্টা ফায়ার। আগে ব্যাট করে ১৮১ রানের বড় সংগ্রহ পায় আটলান্টা। জবাবে মাত্র ৮৫ রান করে মরিসভিলে। সাকিব আল হাসান দেখান অলরাউন্ড নৈপুণ্য।
টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় মরিসভিলে র্যাপটর্স। ২১ রানেই ভেঙে যায় আটলান্টা ফায়ারের উদ্বোধনী জুটি। ৯ বলে ১২ রান করে বিদায় নেন ওপেনার সাগর প্যাটেল। তিনে নামা রিশি পান্ডে করেন ১০ বলে ৯ রান। সানি প্যাটেল করেন ২ বলে ১ রান। ১০২ রানে চার উইকেট হারায় আটলান্টা।
চার সতীর্থের উইকেট দেখতে দেখতে একপ্রান্তে ছিলেন ওপেনার স্টিভেন টেইলর। তার সাথে যোগ দেন সাকিব আল হাসান। স্টিভেন ও সাকিব গড়েন ৪১ বলে ৭৯ রানের ঝড়ো জুটি। স্টিভেন ছিলেন সেঞ্চুরির পথে। তবে তা আর হয়নি।
৬২ বলে ৯৭ রানের টর্নেডো ইনিংস খেলেন স্টিভেন। তার ইনিংসে ছিল না কোনো চার। ছক্কা হাঁকান ১২টি। সাকিব খেলেন ১৭ বলে ২৭ রানের ক্যামিও ইনিংস। তার ব্যাট থেকে আসে তিনটি চার ও একটি ছক্কা।
নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৮১ রানের সংগ্রহ পায় আটলান্টা ফায়ার। বড় লক্ষ্য তাড়া করতে নেমে মহাবিপদে পড়ে মরিসভিলে। সানি প্যাটেল ও সাকিবের বোলিং দাপটে মাত্র ১১ রানে ৬ উইকেট ফেলে দলটি। তারপর জুটি পায় মরিসভিলে। সপ্তম উইকেটে এসেছে ৭৩ রানের জুটি।
মরিসভিলে থামে সাত উইকেটে ৮৫ রান করে। ফলে ৯৬ রানের বিশাল ব্যবধানে জয় পায় আটলান্টা ফায়ার। সাকিব আল হাসান দুই ওভারে ৯ রান খরচ করেন এবং দুইটি উইকেট শিকার করেন। সানি প্যাটেল নেন তিনটি উইকেট। ব্যাট হাতে তাণ্ডব চালানো সানি প্যাটেল বল হাতেও নেন দুইটি উইকেট।