নীলফামারীর কিশোরগঞ্জে রাষ্ট্রবিরোধী মামলার এজাহারভুক্ত আসামিসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম।
গ্রেপ্তার দুজন হলেন– কিশোরগঞ্জ সদর ইউনিয়নের যদুমনি এলাকার এনামুল হকের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হিজবুল্লাহ রহমান ডালিম (৩৫) এবং মাগুড়া ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের আমিনুর রহমানের ছেলে ও জেলা ছাত্রলীগের বিভাগীয় উপ-বিষয়ক সম্পাদক সুমন মিয়া (৩২)।
পুলিশ জানায়, গত ৩ জুন বিকেলে কয়েকশ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মী আমতলী মোড়ে জমায়েত হয়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনা করে। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায় এবং একজনকে আটক করে। এ ঘটনায় থানায় মামলা হয়। ওই মামলায় ডালিম এজাহারভুক্ত আসামি।
অন্যদিকে বড়ভিটা ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা হয়। এ মামলায় সুমনকে আসামি করা হয়।
ওসি আশরাফুল ইসলাম বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। একজনকে রাষ্ট্রবিরোধী মামলার আসামি, অপরজন বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
পিএ/টিএ