রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে এখানে (খাগড়াছড়ির ঘটনা) ভারত ও ফ্যাসিস্টের দোসররা জড়িত আছে। আমি মনে করি থাকতেই পারে। বাংলাদেশে যেখানে যেখানে কোনো একটা কেওয়াস (বিশৃঙ্খলা) তৈরির সম্ভাবনা আছে, সেখানে আওয়ামী লীগ ও তার টাকা কাজ করবে, সেখানেই ভারত কাজ করবে। এটা নিয়ে আমার ন্যূনতম কোনো দ্বিধার কিছু নেই।
সোমবার (২৯ সেপ্টেম্বর) ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ বলেন, ‘পাহাড়ে বা আমাদের দেশে আগে যখন ইনসার্জেন্সি ছিল, তখন ভারত প্রত্যক্ষভাবে সেখানে মদদ দিয়েছে। এগুলো আমাদের জানা তথ্য। সুতরাং ভারত এখনকার প্রেক্ষাপটে বাংলাদেশকে চাপে রাখার জন্য এমন কিছু করবে না, এটা আমি মনে করি না।
করতেই পারে। কিন্তু সরকারের এই কাজগুলো অনেক আগে থেকে বুঝে প্রিএমটিভ স্টেপস নেওয়া দরকার ছিল। ঘটনা ঘটার পরও এমনভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া দরকার ছিল, যাতে অন্তত জান-মালের ক্ষয়ক্ষতি না হয়। আমরা মর্মান্তিকভাবে তিনজন মানুষ মারা যেতে দেখলাম। সেই ঘটনাগুলো যেন না ঘটে।’
তিনি বলেন, ‘পাহাড়ে খুবই জটিল একটা পরিস্থিতি বিরাজ করছে। এখানে পাহাড়ি-বাঙালির মধ্যে টেনশন আছে, পাহাড়ি-পাহাড়িদের মধ্যে টেনশন, আছে শান্তিচুক্তির পক্ষে-বিপক্ষের মধ্যে টেনশন, আছে রীতিমতো একটা কুকি চীন। এই গোষ্ঠীটি রীতিমতো মায়ানমার, বাংলাদেশ ও ভারতের একটা অংশ নিয়ে আলাদা স্টেট করতে চায়। নানা রকম সংকট এখানে চলছে এবং এগুলো মূলত রাজনৈতিক সংকট কোনো সন্দেহ নেই।
এসএস/টিএ