এবার জেন-জি বিক্ষোভে উত্তাল উত্তর আফ্রিকার দেশ মরক্কো

মাদাগাস্কারের পর এবার উত্তর আফ্রিকার দেশ মরক্কোতে টানা চতুর্থ দিনের মতো ‘জেন-জি’ প্রজন্মের তরুণদের নেতৃত্বে বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়েছে। এ সময় দুই শতাধিক তরুণকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

স্থানীয় সময় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে দেশজুড়ে হাজারো বিক্ষুব্ধ মানুষ সড়কে নেমে আসে। তারা দুর্নীতি দমন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, স্বাস্থ্য ও শিক্ষা খাতে উন্নত সেবা নিশ্চিতের দাবিতে স্লোগান দেন।

স্থানীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর দিকে পাথর নিক্ষেপ করেছে। বিভিন্ন ভিডিওতে দেখা গেছে গাড়ি ও ব্যাংক জ্বালিয়ে দেওয়া হয়েছে। মরক্কোর মানবাধিকার সংগঠন এএমডিএইচ অভিযোগ করেছে, পুলিশ বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ করেছে এবং নির্বিচারে গ্রেপ্তার করেছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ম্যাপ জানিয়েছে, পূর্বাঞ্চলীয় শহর ওউজদায় এক বিক্ষোভকারী পুলিশ ভ্যানে ধাক্কা খেয়ে আহত হয়েছেন।

‘জেন-জি ২১২’ নামে একটি সংগঠন সামাজিক যোগাযোগমাধ্যমে এই আন্দোলনের ডাক দেয়। সংগঠনটি কিছু জায়গায় সহিংসতা ও ভাঙচুরের ঘটনায় দুঃখ প্রকাশ করলেও অংশগ্রহণকারীদের শান্তিপূর্ণ থাকার আহ্বান জানিয়েছে। তাদের ভাষায়, ‘আমাদের ন্যায্য দাবির বৈধতাকে খাটো করবে এমন আচরণ থেকে বিরত থাকুন।’

বিক্ষোভকারীদের স্লোগানে প্রধানত উন্নত স্বাস্থ্যসেবা, মানসম্মত শিক্ষা এবং কর্মসংস্থানের দাবি শোনা গেছে।

অনেকে আবার ২০৩০ ফিফা বিশ্বকাপের স্টেডিয়াম নির্মাণে বিপুল অর্থ ব্যয়ের সমালোচনা করেছেন। এক তরুণের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল— ‘অন্তত ফিফা স্টেডিয়ামে ফার্স্ট এইড কিট থাকবে! আমাদের হাসপাতালে তো সেটাও নেই।’

এই আন্দোলনকে বিশ্লেষকরা সাম্প্রতিক এশিয়া ও আফ্রিকার যুব-নেতৃত্বাধীন বিক্ষোভের অংশ হিসেবে দেখছেন। চলতি গ্রীষ্মে নেপাল, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও মাদাগাস্কারে একই ধরনের তরুণদের আন্দোলন হয়েছে। এর মধ্যে নেপালে প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হন, আর মাদাগাস্কারের প্রেসিডেন্ট সোমবার সরকার ভেঙে দেন।

মরক্কোয় এখন পর্যন্ত অনেক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হলেও অধিকাংশকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। তবে এএমডিএইচ জানিয়েছে, এখনো ৩৭ জন তরুণের বিরুদ্ধে তদন্ত চলছে।

অন্যদিকে সরকারি জোট এক বিবৃতিতে জানিয়েছে, তারা তরুণদের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত এবং সমস্যার বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করতে চায়। একই সঙ্গে নিরাপত্তা বাহিনীর আইনসঙ্গত ও ভারসাম্যপূর্ণ ভূমিকার প্রশংসা করেছে সরকার।

সূত্র : বিবিসি


Share this news on:

সর্বশেষ

img
মুখার্জি বাড়ির পূজায় আচমকাই হাজির হলেন প্রিয়াঙ্কা চোপড়া Oct 02, 2025
img
সকাল ৯টার মধ্যে ঢাকাসহ দেশের ৮ অঞ্চলে বজ্রসহ ঝড়ের আভাস Oct 02, 2025
img
গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজগুলোতে জরুরি অবস্থা জারি Oct 02, 2025
img
সুমুদ ফ্লোটিলার জাহাজে উঠে পড়ল ইসরায়েলি সেনারা Oct 02, 2025
img
বিসিবি নির্বাচন নিয়ে বিরাট কোহলিকে ফোন Oct 02, 2025
img
সুমুদ ফ্লোটিলার যাত্রা কোনো মানবিক অভিযান নয়, বরং উসকানিমূলক: ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় Oct 02, 2025
img
নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার চারপাশ ঘিরে রেখেছে ইসরাইলি যুদ্ধজাহাজ Oct 02, 2025
নাকভি নতুন শর্ত দিলেন, ভারতের ট্রফি বিতরণে উত্তেজনা! Oct 02, 2025
ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে তামিমের প্রতিক্রিয়া! Oct 02, 2025
জুবিন গার্গের হাত ধরেই আলোচনায় অনন্ত জলিল! Oct 02, 2025
কণ্ঠ চেনা, চেহারা অচেনা- জুবিন গার্গের এই রহস্য কেন? Oct 02, 2025
কলকাতার পূজা অন্যরকম জয়ার চোখে! Oct 02, 2025
বিমানবন্দরে লোকসমাগম-জনদুর্ভোগ নিয়ে এম.এ মালিককে কড়া বার্তা বিএনপির Oct 02, 2025
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত জনগণের হাতে: বিএনপি Oct 02, 2025
'ক্রিকেটার ২০ জন খেলেও কোন অর্জন নাই, হাফেজরা বিশ্বজয় করছে' Oct 02, 2025
উৎসবের আনন্দে ভেদাভেদ নেই - নবমীতে হিন্দু ধর্মাবলম্বীদের মুখে খুশির জোয়ার Oct 02, 2025
আ.লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই | টাইমস ফ্ল্যাশ | ০১ অক্টোবর Oct 02, 2025
বিমানবন্দরে নেমেই কুরআন তিলাওয়াত করলেন বিশ্বজয়ী হাফেজ আনাস! Oct 02, 2025
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বিষয়ে সরকারের পাল্টাপাল্টি অবস্থান Oct 02, 2025
কি কারণে ইলিয়াস, পিনাকী, কনক সারোয়ারের প্রস্তাব ফিরিয়ে দিলেন তারেক রহমান Oct 02, 2025