কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ শুরু হচ্ছে আজ। প্রথম ম্যাচের আগে দলের জন্য সবচেয়ে স্বস্তির খবর হলো, মাইল্ড স্ট্রোকের ধাক্কা সামলে কাল অনুশীলনে উপস্থিত ছিলেন কোচ সরওয়ার ইমরান।
২০০০ সালে যার কোচিংয়ে অভিষেক টেস্ট খেলেছিল বাংলাদেশ পুরুষ দল, সেই সরওয়ার ইমরান এখন নারী দলের প্রধান কোচ। অসুস্থ হয়ে পড়ায় সোমবার তাকে নিয়ে যাওয়া হয় কলম্বোর একটি হাসপাতালে। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার মাইল্ড স্ট্রোক ধরা পড়লেও এখন তিনি সুস্থ আছেন। মঙ্গলবার হাসপাতাল থেকে টিম হোটেলে ফিরেই মাঠে যেতে চেয়েছিলেন ৬৬ বছর বয়সি সারওয়ার। সবার অনুরোধে একদিন বিশ্রাম নিয়ে কাল তিনি যোগ দেন অনুশীলনে।
নারী ওয়ানডে বিশ্বকাপে এটি বাংলাদেশের দ্বিতীয় অংশগ্রহণ। অভিষেক বিশ্বকাপে তাদের একমাত্র জয় ছিল পাকিস্তানের বিপক্ষে। সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে আগের ১৬ ওয়ানডের আটটি জিতেছেন বাংলাদেশের মেয়েরা। এবার তাই জয় দিয়ে বিশ্বকাপ শুরুর ব্যাপারে আত্মবিশ্বাসী নিগার সুলতানার দল।
বুধবার শ্রীলংকা থেকে এক ভিডিও বার্তায় স্পিনিং অলরাউন্ডার রাবেয়া খান বলেন, ‘আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। শ্রীলংকার আবহাওয়া বাংলাদেশের মতো। এছাড়া পাকিস্তানের বিপক্ষে আমাদের রেকর্ডও ভালো। প্রথম ম্যাচে জয়ের ব্যাপারে সবাই আত্মবিশ্বাসী।’
বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার শারমিন আক্তারও একই সুরে ক্রিকবাজকে বলেছেন, ‘বিশ্বকাপে আমরা এসেছি অষ্টম দল হিসাবে। পাকিস্তান সপ্তম হলেও তাদের বিপক্ষে আমাদের রেকর্ড বেশ ভালো। প্রথম ম্যাচটা যদি জিততে পারি, বাকি সব দল আমাদের হুমকি হিসাবে দেখবে। মোমেন্টাম আমাদের পক্ষে চলে আসবে। আমরা সেটাই চাই।’
পাকিস্তান ম্যাচের পর বাংলাদেশ তাদের বাকি ছয় ম্যাচ খেলবে বিশ্বকাপের আরেক আয়োজক দেশ ভারতে।
এমকে/এসএন