এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পরও ট্রফি না পাওয়ার ঘটনায় ভারতীয় ক্রিকেটে চলছে ব্যাপক আলোচনা। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এএসসি) প্রধান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির আচরণকে কড়া ভাষায় সমালোচনা করেছেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার ও বিশ্বকাপজয়ী দলের সদস্য মদনলাল।
ফাইনালের পর সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল নাকি নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করে। এর পরেই নাকভি নিজেই ট্রফি নিয়ে স্টেডিয়াম ছেড়ে চলে যান।
ঘটনাটি নিয়ে ক্ষুব্ধ মদনলাল ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘এ ধরনের ঘটনা খেলাধুলার জন্য খুবই দুঃখজনক। খেলোয়াড়রা যখন মাঠে দাঁড়িয়ে দর্শকদের সামনে ট্রফি হাতে তুলে নেয়, তখনই সেটি ঐতিহাসিক মুহূর্ত হয়। নাকভি সেই আনন্দটাই নষ্ট করেছেন।’
এ ঘটনায় নাকভি নিজের ও পাকিস্তানের ক্রিকেট ঐতিহ্যকেই কলঙ্কিত করেছেন বলেও মন্তব্য করেছেন মদনলাল।
তিনি নাকভিকে ‘অপরিণত’ উল্লেখ করে বলেন, ‘মহসিন নাকভির খেলাধুলা সম্পর্কে কোনো ধারণাই নেই। কীভাবে আচরণ করতে হয়, সেটাও জানেন না। এভাবে তিনি শুধু নিজের নয়, পাকিস্তানের ক্রিকেট ঐতিহ্যকেও কলঙ্কিত করেছেন।’
মদনলাল আরো বলেন, ‘পাকিস্তানে ক্রিকেটসহ নানা কিছুই সেনাবাহিনীর প্রভাবের অধীনে চলে। ভারত ট্রফি জিতেছে, সেটি মাঠেই তুলে দেওয়ার কথা ছিল। কিন্তু সবকিছু যখন সেনাবাহিনীর ইঙ্গিতে হয়, তখন এমনই পরিণতি দেখা যায়।’
প্রসঙ্গত, নাকভি এএসসি বৈঠকে বিসিসিআইকে জানিয়েছিলেন, ট্রফি নিতে হলে ভারতীয় দলকে তার হাত থেকেই নিতে হবে। অন্যথায় তিনি দেবেন না।
এবি/এসএন