মাইনর লিগে সুপার এইটের ম্যাচে নিউ জার্সি সমারসেট কাভালিয়ারকে ৭৬ রানে হারিয়েছে আটলান্টা ফায়ার। আগে ব্যাট করে ঋষি পান্ডের ফিফটিতে ভর করে ৮ উইকেটে ১৫৩ রান করে আটলান্টা। ব্যাটিংয়ে ভালো করতে পারেননি সাকিব। এরপর রান তাড়ায় ৭৭ রানে অলআউট হয় নিউ জার্সি।
সুপার এইটের ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় নিউ জার্সি। ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ১৯ রান তোলে আটলান্টা। ১১ রান করা সাগর প্যাটেলের আউটের পর ২২ রান করেন পল পালমার। এরপর ব্যর্থ হন অ্যারন জোন্স ও সাকিব আল হাসান। ৯ বল খেলে মাত্র ৬ রান করেন সাকিব।
দলের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ৫৮ রান করেন ঋষি পান্ডে। শেষদিকে ঝড় তোলেন জাহামার হ্যামিল্টন৷ করেন ১০ বলে ২২ রান। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৫৩ রান করে আটলান্টা ফায়ার।
রান তাড়ায় শুরু থেকেই উইকেট হারিয়েছে নিউ জার্সি। বোলিংয়ে প্রথম ওভারেই বল করতে আসেন সাকিব। ওই ওভারে মাত্র ৪ রান দেন তারকা স্পিনার। এরপর ইনিংসের তৃতীয় ও নিজের দ্বিতীয় ওভারে কেনার লুইস কোন রানই করতে পারেননি। মেডেন ওভার পান এই তারকা।
মাঝে সানি প্যাটেল ও আনশ প্যাটেল দারুণ বোলিং করেছেন। রান কম দেওয়ার পাশাপাশি তিনটি করে উইকেট শিকার করেন তারা। দুই উইকেট শিকার করেন আরেক বোলার জুনিয়র ড্রাইসডেল।
এরপর ইনিংসের ১৫তম ওভারে বোলিংয়ে এসে ৪ রান খরচ করেন সাকিব৷ এরপর ১৮তম ওভারে পুরানজয় যাদবকে বোল্ড করেন এই তারকা।
এতে মাত্র ৭৭ রানে নিউ জার্সিকে অলআউট করে আটলান্টা। জয় পায় ৭৬ রানে। ৩.২ ওভার বল করে মাত্র ৯ রান দিয়ে ১ উইকেট শিকার করেন সাকিব।
এমআর/টিকে