চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৪ জন আহত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার গন্ধব্যপুর ইউনিয়নের পালিশারা বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ইউনিয়ন জামায়াতের আমির ইলিয়াস হোসেন তার ফেসবুক অ্যাকাউন্টে তারেক রহমান নিয়ে একটি এডিট করা ছবি শেয়ার করেন। ওই পোস্টকে মানহানিকর উল্লেখ করে বিএনপি নেতাকর্মীরা ক্ষুব্ধ হন। এরপর ইলিয়াস হোসেন দুঃখ প্রকাশ করে পোস্টটি মুছে ফেলেন।
তারা আরও জানান, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বৈঠকের কথা থাকলেও এর আগেই উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ২৪ জন আহত হয়। সংঘর্ষে গুরুতর আহত বিএনপির পাঁচ নেতাকর্মীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপরদিকে, জামায়াত ইসলামীর ৮ সমর্থককে চাঁদপুর সদর হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
কেএন/টিকে