জুলাই সনদের আইনি ভিত্তি দিতে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট চেয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
রবিবার (৫ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তারা এসব কথা বলেন।
জুলাই সনদের আইনি ভিত্তি দিতে বিচার বিভাগের মতামত নেওয়ার পক্ষে তবে বাধ্যতামূলক নয়, পরামর্শ নেওয়া যেতে পারে বলে জানান সাইফুল হক। তিনি বলেন, ‘সাংবিধানিক আদেশ জারির মধ্য দিয়ে নতুন কোনো স্বৈরাচারী সিদ্ধান্ত দিচ্ছি কি না, সেটিও ভাবতে হবে।’
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ঐকমত্যের কাছাকাছি।
অনৈক্য দূর হয়ে ন্যূনতম ঐক্যের জায়গায় পৌঁছেছি আমরা। গণভোট জাতীয় নির্বাচনের দিন হতে পারে। যেহেতু নির্বাচন পিছিয়ে যায় কি না, এমন শঙ্কা আছে যার ফলে নির্বাচনের দিনই আয়োজন করলে ভালো।’
জোনায়েদ সাকি আরো বলেন, ‘নোট অব ডিসেন্ট দেওয়া রাজনৈতিক দল নির্বাচনী ইশতেহারে রেখে বাস্তবায়ন করবে।
আগামী সংসদকে দুটি ক্ষমতা দিতে হবে। দেশ পরিচালনার সঙ্গে সংবিধান সংশোধনের ক্ষমতাও তাদের দিতে হবে।’
টিকে/