সমাজে শান্তি ও নৈতিকতার বিস্তার ঘটাতে চায় বিএনপি : প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে বিএনপি সবার জন্য কল্যাণকর তথা সর্বজনীন দল। বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না, বরং ধর্মীয় মূল্যবোধ ও সংস্কৃতিকে অগ্রাধিকার দিয়ে সমাজে শান্তি ও নৈতিকতার বিস্তার ঘটাতে চায়।

বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সদরের জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে দুর্গাপূজা পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন। 

অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে জনগণ একে অপরের ধর্মীয় ও সামাজিক উৎসবে অংশ নেয়, এটাই বাংলাদেশি জাতির ঐতিহ্য। এর মধ্যেই নিহিত রয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শন। 

তিনি বলেন, অতীতে আওয়ামী লীগ সংখ্যালঘুদের ভোটব্যাংক বিবেচনায় নিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহার করতে চেয়েছে। এতে আওয়ামী লীগ লাভবান হলেও সংখ্যালঘু সম্প্রদায়ের চরম ক্ষতি হয়েছে। বিএনপি কোনো ধর্ম বা ধর্মাবলম্বীদের রাজনৈতিক কারণে ব্যবহার করে না ।

বিএনপি সব ধর্ম-বর্ণের মানুষকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করে জাতি গঠনে সম্পৃক্ত করতে চায় বলে বন্তব্য করে তিনি আরো বলেন, বিএনপি সব ধর্ম-বর্ণের মানুষকে একত্র করে বর্ণিল রাষ্ট্র তথা ‘রেইনবো নেশন’ গড়বে।

বিএনপির এ নেতা বলেন, বিএনপির নীতি  ‘ধর্ম-দল-মত যার যার, রাষ্ট্র হবে সবার’। আওয়ামী লীগের চ্যাপ্টার বাংলাদেশের রাজনীতি থেকে ক্লোজড। ১৫ বছর দুর্নীতি, লুটপাট, হত্যা, গুম, নির্যাতন, জন অধিকার হরণ, সর্বোপরি চব্বিশের গণ-অভ্যুত্থানে হত্যাযজ্ঞ চালিয়ে আওয়ামী লীগ গণহত্যাকারী গণশত্রুতে পরিণত হয়ে তাদের নেতৃত্ব দেশ ছেড়ে পালিয়ে গেছে।
 
তিনি সবাইকে অতীত ভুলে নতুন করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়ে বলেন, ফ্যাসিবাদের পতনের পর গণতন্ত্রের অভিযাত্রায় নির্বাচন দরজায় কড়া নাড়ছে। 

এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মুক্তিযুদ্ধের চেতনায়, গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার ডাক দিয়েছেন। ‘ডাক দিয়েছেন তারেক ভাই, ঘরে থাকার সময় নাই’। তারেক রহমানের দৃষ্টিজুড়ে বাংলাদেশ। তিনি পরিবর্তনের স্বপ্ন দেখছেন, জনগণকে স্বপ্ন দেখাচ্ছেন।

এই স্বপ্ন শুধু তারেক রহমানের নয়, ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবার। আসুন এই স্বপ্ন বাস্তবায়নে হাতে হাত ধরে অমরা এগিয়ে যাই, তারেক রহমানের হাত ধরে চির অবহেলিত ধোবাউড়াকে ‘আলোকিত ধোবাউড়া’ গড়ে তুলি। যেখানে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি প্রতিটি ঘর শিক্ষা, ধর্ম, সংস্কৃতি, সম্প্রীতি, মানবিকতার আলোয় আলোকিত হবে, বেকারত্বের অভিশাপ থেকে প্রতিটি পরিবার মুক্তি পাবে, কৃষক, শ্রমিকসহ মেহনতি মানুষের মুখে হাসি ফুটবে। 

তিনি ধানের শীষে আস্থা রাখার জন্য হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না, সংখ্যাগরিষ্ঠ মানুষের ইসলামী মূল্যবোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে, অন্যান্য ধর্মীয় মূল্যবোধকে সর্বাধিক অগ্রাধিকার ও গুরুত্ব দেয়। তিনি বলেন, কিছু দল ধর্মকে ব্যবহার করে রাজনীতির নামে উন্মাদনা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। সম্মিলিতভাবে তাদের অপচেষ্টা রুখে দিতে হবে। 

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স এই পুনর্মিলনীর অয়োজন করেন। অনুষ্ঠানে হালুয়াঘাটের হিন্দু ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও উপজেলা, ইউনিয়ন পূজামণ্ডপের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। 

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
সত্যকাম থেকে শোলে, ধর্মেন্দ্রর সুপারহিট ১০ সিনেমা Nov 24, 2025
img
মধ্যরাতে বাড়িতে পুলিশ, আতঙ্কে প্রাণ গেল আসামির Nov 24, 2025
img
বাংলাদেশে রপ্তানির জন্য ১ লাখ টন চাল কিনতে চায় পাকিস্তান Nov 24, 2025
img
বিএনপি বিশ্বাস করে নারী এগোলে দেশ এগোবে : সেলিমা রহমান Nov 24, 2025
img
বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ১০৩ চিকিৎসক Nov 24, 2025
img
থাইল্যান্ডের ই-ভিসা নিয়ে দূতাবাসের নতুন নির্দেশনা Nov 24, 2025
img
অবিলম্বে বার কাউন্সিলের নির্বাচন দাবি এনসিপির আইনজীবীদের Nov 24, 2025
img
চোখের জলে ধর্মেন্দ্রকে বিদায় দিল বলিউড Nov 24, 2025
img
চলে গেলেন কিংবদন্তি জার্মান অভিনেতা উডো কির Nov 24, 2025
পনেরো দিন বন্ধ পেয়েও কেন হল ছাড়েনি ঢাবি শিক্ষার্থী? Nov 24, 2025
খাদ্যবান্ধব কর্মসূচিতে দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Nov 24, 2025
img
রুক্মিণীর জন্য পাত্র খুঁজে কলকাতা জুড়ে পোস্টার Nov 24, 2025
img
তখন তিনি সুপারস্টার, আর আমার বেতন ছিল মাত্র ১৭৫ টাকা : জাভেদ আখতার Nov 24, 2025
img
যখনই ভোট আসে তখনই ধানের শীষ জিতে : এ্যানি Nov 24, 2025
img

মেয়েদের কাবাডি বিশ্বআসর

চাইনিজ তাইপেকে হারিয়ে কাবাডি বিশ্বকাপে ভারতের বড় জয় Nov 24, 2025
img
বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১০৩ চিকিৎসককে অধ্যাপক পদে পদোন্নতি Nov 24, 2025
img
‘হাস্যকর’ বলে যুক্তরাষ্ট্রের পরিকল্পনাকে প্রত্যাখ্যান ভেনিজুয়েলার Nov 24, 2025
img
জাতীয় দলে ফিরে আসার সুযোগ এখনও রয়েছে সাবিনা-কৃষ্ণাদের Nov 24, 2025
img
এনসিপির আরও এক নেতার পদত্যাগ Nov 24, 2025
img
কোন সিনেমার মাধ্যমে সাফল্যের দেখা পান ধর্মেন্দ্র Nov 24, 2025