ঐকমত্য কমিশনে কয়েকটি দল আগের অবস্থান থেকে ইউটার্ন নিয়েছে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীতে ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন তিনি।
রাশেদ খান বলেন, আমাদের আজকের আলোচনায় মনে হয়েছে আমরা যেন নতুন করে আলোচনা শুরু করছি। অথচ আজ চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা ছিল।
গত বৈঠকে তারা বলেছিল একই দিনে জাতীয় নির্বাচন ও জুলাই জাতীয় সনদের পক্ষে গণভোট চায়। কিন্তু আজ তারা বলছে নির্বাচনের আগে গণভোট। এই ধরনের দ্বিচারিতা জনগণ পছন্দ করে না। সকালে এক কথা, বিকেলে আরেক কথা। আজকের আলোচনা দেখে মনে হচ্ছে আমরা সামনে না গিয়ে বরং ৮ মাস পিছিয়ে যাচ্ছি।
তিনি আরো বলেন, ঐকমত্য কমিশনের সভায় দলগুলোর মধ্যে আস্থা ও বিশ্বাসের ঘাটতি রয়েছে বলেই জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোটের প্রস্তাব এসেছে। যদি আমাদের মধ্যে আস্থা-বিশ্বাস থাকত, তবে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিলেই চলত; গণভোটের দরকার হতো না।’
রাশেদ খান বলেন, আমরা ৯টি রাজনৈতিক দল বসে আলোচনা করেছি। কিন্তু আজকের বৈঠকে মতপার্থক্য দেখা গেছে। যদি এভাবে চলতে থাকে, আরো এক মাসেও কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে না।
কেএন/টিকে