একদিকে বিশ্ব শান্তির সর্বোচ্চ সম্মাননা, অন্যদিকে কারাগারে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া এমনই এক বিপরীতমুখী বাস্তবতার কেন্দ্রে রয়েছেন গাজার চিকিৎসক ডা. হুসাম আবু সাফিয়া।
যুদ্ধের ভয়াবহতার মাঝে রোগীদের প্রতি অসীম সাহস ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
তবে এই সম্মান এমন এক সময়ে এলো, যখন উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালের এই পরিচালক ও শিশু বিশেষজ্ঞ ইসরায়েলি বাহিনীর হাতে বন্দী এবং তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
ডা. সাফিয়ার আইনজীবী ঘিড কাসেম জানিয়েছেন, ইসরায়েলি কারাগারে বন্দী অবস্থায় তার স্বাস্থ্যের মারাত্মক অবনতি ঘটেছে। তিনি ৩০ কেজিরও বেশি ওজন হারিয়েছেন, উচ্চ রক্তচাপে ভুগছেন এবং শরীরে থাকা শ্রাপনেলের আঘাতে সৃষ্ট শারীরিক জটিলতায় কষ্ট পাচ্ছেন।
আইনজীবীর মতে, সদে তেইমান কারাগারে সহিংস জিজ্ঞাসাবাদ এবং ওফার কারাগারের দুর্বিষহ পরিবেশের কারণে ডা. সাফিয়ার অবস্থা আরও খারাপ হয়েছে। সেখানে তিনি স্ক্যাবিসে (চুলকানি-পাঁচড়া) আক্রান্ত হন এবং তাকে নির্জন কারাবাস ও সার্বক্ষণিক শিকল দিয়ে বেঁধে রাখার মতো কঠোর পরিস্থিতির শিকার হতে হয়েছে।
উল্লেখ্য, ডা. আবু সাফিয়া তার গ্রেপ্তারের আগ মুহূর্ত পর্যন্ত হাসপাতালেই ছিলেন এবং নিজের রোগীদের সেবা করে গেছেন। তাকে কোনো বিচার ছাড়াই অত্যন্ত কঠোর ও অমানবিক পরিবেশের মধ্যে আটকে রাখা হয়েছে বলে জানা গেছে।
তথ্যসূত্র: রয়া নিউজ।
ইএ/এসএন