নতুন ঠিকাদারদের কাজের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টেন্ডার ডকুমেন্ট এমনভাবে তৈরি করতে হবে, যাতে নির্দিষ্ট কোম্পানি বারবার কাজ না পায়। নতুন ঠিকাদাররা যাতে কাজ পায়। নতুনদের কাজ করার সুযোগ তৈরি করে দিতে হবে।

মঙ্গলবার ঢাকার শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

যুবলীগ নেতা জি কে শামীম গ্রেপ্তার হওয়ায় তার হাতে থাকা সরকারি অনেক প্রকল্পের কাজ আটকে গেছে। এই পরিস্থিতিতে নতুন ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে কাজ পাওয়ার সুযোগ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর) এর সংশোধনের পরামর্শ দিয়েছেন। যাতে করে বড় ঠিকাদাররা বারবার সরকারি কাজ না পায়, বরং অন্যান্য ঠিকাদাররাও যাতে কাজ পাওয়ার ক্ষেত্রে বিডিংএ অংশ নিতে পারে এবং সুস্থ প্রতিযোগিতা করতে পারে।’

জি কে শামীমের ঠিকাদারি প্রতিষ্ঠান জিকে বি অ্যান্ড কোম্পানির হাতে গণপূর্ত অধিদপ্তরের প্রায় ৫ হাজার কোটি টাকার কাজ ছিল। গত সেপ্টেম্বরে শামীম গ্রেপ্তার হওয়ার পর তার ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে, ফলে এই প্রকল্পগুলো নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে সরকারকে।

জিকে বিল্ডার্সের হাতে থাকা ৫৩ সরকারি প্রকল্পের মধ্যে ২৫টির কাজই সময়মতো শেষ হয়নি। এর মধ্যে শূন্য অগ্রগতির প্রকল্পও রয়েছে।

 

টাইমস/এসআই

 

Share this news on: