বরিশালে আশ্রয়কেন্দ্র যেতে অনীহা, জোর করে নেওয়ার নির্দেশ

স্বেচ্ছায় ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে যেতে না চাইলে জোর করে নেওয়ার নির্দেশ দিয়েছেন বরিশালের এক কর্মকর্তা।

ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় এক জরুরি সভায় এ নির্দেশ দেন বরিশালের বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।

তিনি বলেছেন, শনিবার বেলা দুইটার মধ্যে লোকজন ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে স্বেচ্ছায় না গেলে তাদের জোর করে নিতে হবে। ‌দুপুর ১২টায় ব‌রিশাল সার্কিট হাউস মিলনায়তনে বরিশাল বিভাগীয় দুর্যোগ বিষয়ক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

বিভাগীয় কমিশনার জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় উপকূলীয় এলাকায় আঘাত হানা শুরু করবে ঘূর্ণিঝড় বুলবুল। ব্যাপক প্রচার চালানোর পরও ঝুঁকিপূর্ণ এলাকার অনেকের মধ্যে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে অনীহা দেখা গেছে। এই কারণে এ নির্দেশ দেওয়া হয়েছে ।

মানু‌ষের জীবন রক্ষার জন্যই তাদের জোর করে নেওয়ার কথা বলা হচ্ছে। কারণ উপকূলীয় বেশ কিছু এলাকার মানুষ তাদের মালপত্র ছে‌ড়ে আশ্রয়কেন্দ্রে যাওয়ার ক্ষে‌ত্রে অনীহা প্রকাশ করেছে বলে তিনি জানান।

বরিশালের বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী বলেন, ‘আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা ব‌লে‌ছি, তারা জনগণের মালামাল হেফাজতে সর্বোচ্চ সচেষ্ট থাক‌বেন।’

ব‌রিশা‌ল বিভা‌গে দুই হাজার ১১৪টি আশ্রয়কেন্দ্র র‌য়ে‌ছে। সেখানে ১৭ লাখ ৮৩ হাজার মানুষ আশ্রয় নি‌তে পার‌বে। এ ছাড়া গৃহপালিত প্রাণীদের জন্যও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হ‌চ্ছে বলে তিনি জানান।

 

টাইমস/এসআই

 

 

Share this news on:

সর্বশেষ