এশিয়ান কাপ বাছাইপর্বে টিকে থাকার শেষ লড়াইয়ে ১০ জনের হংকংয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। যা টুর্নামেন্ট থেকে দলটির বিদায় নিশ্চিত করে দিয়েছে। ম্যাচের পর দলের অন্যতম সেরা পারফর্মার হামজা চৌধুরী এই ফলাফলে তার হতাশার কথা অকপটে স্বীকার করে নিয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় লেস্টার সিটির এই তারকা ফুটবলার বলেন, দিন শেষে একটু হতাশা রয়েই গেল।
হংকংয়ের বিপক্ষে ঢাকায় প্রথমে গোল করে বাংলাদেশকে লিড এনে দিয়েছিলেন হামজা। তবে হংকংয়ের মাঠে নিজের পজিশনের পরিবর্তনের কারণে গোল করার চেয়ে মাঝ মাঠে বেশি ফোকাস করতে হয়েছে লেস্টার সিটির মিডফিল্ডারের। তবে ১০ জনের হংকংকে পেয়েও জয় পায়নি বাংলাদেশ। তাই দিন শেষে হতাশা প্রকাশ করেছেন তিনি।
হামজা চৌধুরী বলেন, ‘ফুটবলে এমনটি দরকার। বিশেষ করে এশিয়ায়। এই খেলাটা আরও বড় হোক, বিশ্বমঞ্চে জায়গা পাক। এ জন্য ধন্যবাদ জানাই হংকংয়ের সমর্থকদের। অবশ্যই ধন্যবাদ জানাই বাংলাদেশি সেই সমর্থকদেরও, যারা এখানে পর্যন্ত ভ্রমণ করে এসেছে। আমাদের সামনে আবারও কিছু তৈরি করার মতো ভিত্তি তৈরি হয়েছে, তবে দিন শেষে একটু হতাশা রয়েই গেলো।’
এদিকে হংকংয়ের স্টেডিয়ামের পরিবেশ এবং সমর্থকদের উচ্ছ্বাসের ব্যাপক প্রশংসা করেন হামজা। তিনি বলেন, 'দারুণ ও উঁচুমানের অভিজ্ঞতা হয়েছে এখানে। পরিবেশটা অসাধারণ, গোলপোস্টের পেছনে থাকা সমর্থকদের উচ্ছ্বাস দেখলেই বোঝা যায়, তারা কতটা দুর্দান্ত। ফুটবলে এটাই তো চাই।'
ইএ/এসএন