মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর সিদ্ধান্ত ২৫ নভেম্বরের পর: প্রবাসীকল্যাণমন্ত্রী

পুনরায় মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে বলে আশাপ্রকাশ করেছেন প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমেদ।

মঙ্গলবার মালয়েশিয়া সফর পরবর্তী সংবাদ সম্মেলনে মন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন। শ্রমবাজার খুলতে প্রচেষ্টা চালাতে ৬ নভেম্বর মালয়েশিয়া সফরে যান তিনি।

প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমেদ বলেন, আগামী ২৪ ও ২৫ নভেম্বর ঢাকায় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভা অনুষ্ঠিত হবে। গ্রুপের সভার পর মালয়েশিয়ার শ্রমবাজারে পুনরায় শ্রমিক পাঠানো শুরু হবে বলে তিনি আশাবাদী।

মালয়েশিয়া সরকার তাদের পাঁচটি খাতে সরকারি-বেসরকারি পর্যায়ের সমন্বয়ে ‘জিটুজি প্লাস’ পদ্ধতিতে বাংলাদেশ থেকে কর্মী নিতে রাজি হওয়ার পর ২০১৬ সালে ঢাকায় দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরের বছর পাঁচ বছর মেয়াদী এই চুক্তির আওতায় লোক পাঠানোর অনুমতি দেওয়া হয় ১০টি জনশক্তি রপ্তানিকারক এজন্সিকে।

কিন্তু প্রবাসী এক বাংলাদেশি ব্যবসায়ীর নেতৃত্বে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগসাজশে একটি চক্র ওই ১০ এজেন্সিকে নিয়ে সিন্ডিকেট করে শ্রমিকদের কাছ থেকে দুই বছরে অন্তত ২০০ কোটি রিঙ্গিত হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ ওঠার পর গত বছর ওই ব্যবস্থা স্থগিত করে দেশটি।

এরপর ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে নতুন করে বাংলাদেশি কর্মীদের আর ভিসা দেয়নি মালয়েশিয়া। তবে আগে যারা ভিসা পেয়েছিলেন, তারা পরেও মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পান।

 

টাইমস/এএইচ/এইচইউ

Share this news on: