বলিউড অভিনেতা সানি দেওল তার জন্মদিনে ভক্তদের সুখবর দিলেন। বিশেষ এই দিনে তিনি ঘোষণা করলেন তার পরবর্তী সিনেমা 'গাবরু'। এই ছবিতে সানি দেওলের সঙ্গে আরও দেখা যাবে সিমরান বাগা এবং প্রীত কামানিকে।
সানি দেওল তার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে 'গাবরু'-এর পোস্টারটি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘সাহস, বিবেক এবং সহানুভূতির গল্প।’
তার কথায়, ‘ক্ষমতা দেখানো নয়, কাজ করে প্রমাণ করার বিষয়। আপনাদের সবার ভালোবাসা ও আশীর্বাদের জন্য ধন্যবাদ। যারা অপেক্ষা করছিলেন, তাদের জন্য এটি দিলাম। গাবরু মুক্তি পাচ্ছে ১৩ মার্চ ২০২৬। সাহস, বিবেক ও সহানুভূতির এক গল্প। আমার হৃদয়ের গভীর থেকে এই পৃথিবীর জন্য।’
এই ঘোষণার পরপরই ভক্তরা তার জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি নতুন সিনেমার জন্য ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এক নেটিজেন লিখেন, ‘শুভ জন্মদিন আমার অনুপ্রেরণা।’ অন্য একজন মন্তব্য করেন, ‘আপনার জন্মদিনে এই উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।’
'গাবরু' সিনেমাটি উপস্থাপনা করেছে ওম ছাঙগানি এবং এচেলন। এর রচনা ও পরিচালনায় আছেন শশাঙ্ক উদাপুরকর। সিনেমার সংগীত পরিচালনা করেছেন মিথুন , সতীন্দ্র সরতাজ এবং অনুরাগ সাইকিয়া। এর গানগুলোর কথা লিখেছেন সাঈদ কাদরি।
এমকে/এসএন