আলবেনিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা সৃষ্ট মন্ত্রী ‘দিয়েলা’ এখন ‘গর্ভবতী’—এমন ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী এদি রামা। তিনি সমাজতান্ত্রিক দলের প্রতিটি সংসদ সদস্যের জন্য একজন করে, অর্থাৎ মোট ‘৮৩টি সন্তান’ বা সহকারী তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন। এক প্রতিবেদনে রবিবার এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনটিতে বলা হয়, বার্লিনে গ্লোবাল ডায়ালগে ভাষণ দেওয়ার সময় এদি রামা বলেন, ‘আজ আমরা দিয়েলাকে নিয়ে বেশ ঝুঁকি নিয়েছি এবং আমরা খুব ভালো কাজ করেছি।
তাই এই প্রথমবার দিয়েলা গর্ভবতী এবং তার ৮৩টি সন্তান হবে।’ রামা বলেন, এই ‘সন্তানরা’ বা সহকারীরা সংসদে যা কিছু ঘটবে তার সব রেকর্ড রাখবে এবং সংসদ সদস্যদের অনুপস্থিতিতে আলোচনা বা ইভেন্ট সম্পর্কে তাদের অবহিত করবে।
রামা ব্যাখ্যা করেন, ‘প্রত্যেকটি... সহকারী হিসেবে কাজ করবে, যারা সংসদ অধিবেশনে অংশগ্রহণ করবে এবং যা কিছু ঘটছে তার সব রেকর্ড রাখবে এবং সংসদ সদস্যদের পরামর্শ দেবে। এই সন্তানরা তাদের মায়ের জ্ঞান নিয়ে কাজ করবে।
’ তিনি আশা করেন, এই ব্যবস্থাটি ২০২৬ সালের শেষ নাগাদ পুরোপুরি চালু হবে। এআই সহকারীরা কিভাবে কাজ করবে তা ব্যাখ্যা করে রামা বলেন, ‘উদাহরণস্বরূপ, আপনি যদি কফি খেতে যান এবং কাজে ফিরতে ভুলে যান, তবে এই সন্তানটি বলবে যে আপনি যখন হলে ছিলেন না তখন কী কী বলা হয়েছে এবং আপনাকে কার বিরুদ্ধে পাল্টা আক্রমণ করতে হবে, তাও বলে দেবে। আপনি যদি আমাকে পরেরবার আমন্ত্রণ জানান, তাহলে আপনি দিয়েলার সন্তানদের জন্য আরো ৮৩টি স্ক্রিন দেখতে পাবেন।’
দিয়েলা (যার অর্থ ‘সূর্য’) গত সেপ্টেম্বরে আলবেনিয়ার সরকারি ক্রয় পদ্ধতিকে সম্পূর্ণ স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত করার দায়িত্ব দিয়ে নিয়োগ করা হয়। প্রথমে এটি জানুয়ারিতে ই-আলবেনিয়া প্ল্যাটফর্মে একটি ভার্চুয়াল সহকারী হিসেবে চালু হয়েছিল এবং তখন থেকেই এটি নাগরিক ও ব্যাবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সরকারি নথি পেতে সহায়তা করছে। এআই দ্বারা সৃষ্ট এই মন্ত্রীকে ঐতিহ্যবাহী আলবেনীয় পোশাকে একজন নারী হিসেবে দেখানো হয়।
প্রতিবেদনটিতে আরো বলা হয়, দিয়েলাকে সরকারি টেন্ডার সম্পর্কিত সমস্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে, যার মাধ্যমে টেন্ডার প্রক্রিয়া ১০০ শতাংশ দুর্নীতিমুক্ত হবে। রামা বলেছেন, টেন্ডার প্রক্রিয়ায় জমা দেওয়া প্রতিটি সরকারি তহবিল পুরোপুরি স্বচ্ছ হবে।
আলবেনিয়াই বিশ্বের প্রথম দেশ যারা আনুষ্ঠানিকভাবে একজন অ-মানব সরকারি মন্ত্রী নিয়োগ করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক একজন মন্ত্রী না হয়ে, দিয়েলা নিজেই একটি এআই সত্তা, যা সম্পূর্ণরূপে কোড এবং পিক্সেল দিয়ে তৈরি।
এবি/টিকে