রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ঘোষণা হয়েছে ভারত সরকারের পদ্ম পুরস্কারের তালিকা। যেই তালিকাতেই নাম রয়েছে অভিনেতা আর মাধবনের। পদ্মশ্রী পাচ্ছেন বলিউডের এই অভিনেতা। সিনেমার দুনিয়ায় তার অবদানের জন্য তাকে ভারত সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে বিশেষ এই সম্মান।
রবিবার সন্ধ্যায় এই খবর প্রকাশ্যে আসার পরেই আবেগে ভাসে নেটদুনিয়া। মাধবনকে শুভেচ্ছা জানান বলিউড থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রের মানুষেরা। আর এই সুখবর আত্মস্থ করতে সম্ভবত কিছুটা সময় লেগেছে অভিনেতার নিজেরই!
তাইতো সোমবার (২৬ জানুয়ারি) ভারতের প্রজাতন্ত্র দিবসের দিন সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট করলেন মাধবন। কী লিখলেন ‘পদ্মশ্রী’ জয়ী অভিনেতা?
মাধবন লিখেছেন, “সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পদ্মশ্রী প্রাপ্তি আমার কাছে ভীষণ সম্মানের। গভীর কৃতজ্ঞতা এবং নম্রতার সঙ্গে এই পুরস্কার গ্রহণ করছি। আমাকে যে সম্মান দেওয়া হয়েছে, তা আমার কাছে স্বপ্নাতীত। আমার পুরো পরিবার কৃতজ্ঞ, আমি বিশ্বাস করি আপনাদের সমর্থনই আমার শক্তি। আমার মেন্টরদের সমর্থন, দর্শকদের আশীর্বাদ ছাড়া এই প্রাপ্তি সম্ভব ছিল না। শুভাকাঙ্খীদের ভালো কামনা, সাধারণ মানুষের উৎসাহ আর সর্বোপরি ঈশ্বরের কৃপায় আমি এই পুরস্কার পেয়েছি। আমার যাত্রাপথে যার যতটুকু অবদান, তাদের প্রত্যেকের কাছেই আমি কৃতজ্ঞ। আপনাদের ছাড়া এটা সম্ভব ছিল না। আমি এই প্রাপ্তিকে শুধু পুরস্কার বলে মনে করি না। এটা আমার কাছে একটা গুরুদায়িত্ব।”
শেষে বলেন,“কথা দিচ্ছি, আমি এই সম্মান গভীর শ্রদ্ধার সঙ্গে আজীবন বহন করে নিয়ে যাব। এই শ্রদ্ধার মান রাখব। ভবিষ্যতে সততা, নম্রতা আর নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে যাব। আমি হয়তো প্রত্যেককে ব্যক্তিগতভাবে জবাব দিতে পারিনি, প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতে পারিনি। আমায় কিছুটা সময় দিন। খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে কথা হবে।
এবি/টিএ