মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের আগে যুক্তরাষ্ট্রকে পরোক্ষভাবে এক সতর্কবার্তা দিয়ে রাখলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি সতর্ক করে বলেছেন, ‘বহুমুখী বিশ্ব আসছে।’
সোমবার (২৭ অক্টোবর) বেইজিংয়ে এক ফোরামে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ সতর্কবার্তা দেন।
ওয়াং বলেন, ‘অর্থনীতি ও বাণিজ্যকে রাজনৈতিক রূপ দেওয়া, কৃত্রিমভাবে বৈশ্বিক বাজার বিভক্ত করা এবং শুল্ক যুদ্ধের পথে হাঁটা-এসব বন্ধ করতে হবে।’ খবর দ্য ইকোনোমিক টাইমস-এর।
চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বারবার চুক্তি থেকে সরে আসা এবং প্রতিশ্রুতি ভঙ্গ করা, পাশাপাশি গোষ্ঠীভুক্ত ব্লক তৈরি করার প্রবণতা বহুপাক্ষিকতার জন্য অভূতপূর্ব চ্যালেঞ্জ সৃষ্টি করেছে।’
এ সময় তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, ‘ইতিহাসের স্রোত থামানো যাবে না-একটি বহুমুখী বিশ্ব আসছে।’
এদিকে, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দক্ষিণ কোরিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বৈঠক নির্ধারিত আছে। এ বৈঠকেই দুই পরাশক্তির চলমান বাণিজ্যযুদ্ধের সমাপ্তি ঘটতে পারে বলে আশা করা হচ্ছে।
এর আগে ট্রাম্প চলতি বছরের শুরুতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে চীনের ওপর ব্যাপক শুল্ক আরোপ করেন, যার জেরে দুই দেশের মধ্যে বাণিজ্য উত্তেজনা তীব্র আকার ধারণ করে।
ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও চীনের উপপ্রধানমন্ত্রী হে লিফেং দুই দিনের আলোচনা সম্পন্ন করেছেন। আলোচনায় ১০০ শতাংশ নতুন শুল্ক আরোপ এড়ানোর বিষয়ে প্রাথমিক ঐকমত্যে পৌঁছানো হয়েছে বলে জানানো হয়েছে।
চীনের উপবাণিজ্যমন্ত্রী লি চেংগ্যাং বলেছেন, ‘একটি প্রাথমিক সমঝোতা হয়েছে।’
এদিকে বেসেন্ট মার্কিন সংবাদমাধ্যম এবিসিকে জানান, নতুন শুল্ক কার্যত স্থগিত করা হয়েছে এবং বিরল খনিজ পদার্থ ও মার্কিন সয়াবিন রপ্তানিতে চুক্তি হয়েছে।
বিশ্ব অর্থনীতিও ট্রাম্প-শি বৈঠকের দিকে নজর রাখছে। কারণ এ বৈঠকেই হয়তো যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধ প্রশমনের পথ খুলে যেতে পারে বলে মত বিশ্লেষকদের।
টিজে/টিকে