বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে, একই দিনে দুটি ব্যালটের মাধ্যমে আয়োজন ছাড়া অন্য কোনো বিকল্প নেই। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অন্তর্বর্তী সরকার গঠনের কথাও উল্লেখ করেছেন তিনি।
আজ (মঙ্গলবার, ২৮ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যুক্তরাজ্যের হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আমির খসরু একথা বলেন।
তিনি বলেন, ‘সরকারের ভেতরে কিছু উপদেষ্টা এরইমধ্যে বিতর্কিত হয়েছেন। ব্যালট ও নির্বাচনকে সুষ্ঠু-বিশ্বাসযোগ্য করতে যুক্তরাজ্যেরও একটি দায়িত্ব রয়েছে।’
বৈঠকে বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য, নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, তবে সুনির্দিষ্ট তারিখ এখনও নির্ধারিত হয়নি।
আমির খসরু বলেন, ‘জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে নতুন করে আলোচনার কোনো সুযোগ নেই।’
আইকে/টিএ