বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাম্প্রতিক ব্যর্থতায় যাদের দিকে আঙুল উঠছে,তাদের অন্যতম নাম, জাকের আলী অনিক। ব্যাট হাতে ধারাবাহিক ব্যর্থতায় তিনি যেন হয়ে উঠেছেন দলের দুর্দশার প্রতিচ্ছবি। মাঠে তার পারফরম্যান্সে ক্ষুব্ধ দর্শকরা সামাজিক মাধ্যমে ঝড় তুলেছেন।
এই হতাশা শুধু সাধারণ দর্শকদের মধ্যে সীমাবদ্ধ নয়। জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদও নিজের ক্ষোভ গোপন রাখেননি। তিনি সরাসরি সামাজিক মাধ্যমে জাকের আলীর পারফরম্যান্স নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তার পোস্টে ফুটে উঠেছে একজন ভক্তের হৃদয়ের ক্ষরণ, একজন নাগরিকের প্রত্যাশা ভঙ্গের যন্ত্রণা।
নিজের ফেসবুকে ইরফান সাজ্জাদ লিখেছেন, ‘যে যা বলবে বলুক আমার জাকের ভাইকে অনেক ভালো লাগে! কারণ তার ব্যাটিং স্টাইল আর আমার ব্যাটিং স্টাইল একদম সেইম! এমন ভাব নিয়ে মাঠে নামি যে আজকে মেরে সব উল্টাই ফেলব!মানে তোর একদিন কি আমার একদিন এই অবস্থা আর কি!’
![]()
অভিনেতার কথায়, ‘এরপর মাঠে নেমে আল্লাহর নামে ডানে বামে সবদিকে ব্যাট ঘোরাতে থাকি! সবদিকে ব্যাট ঘোরালে একটা সুবিধা হলো দুই একটা বল আন্দাজে ব্যাটে লেগেই যায়! অসুবিধা হলো একটু পরে দেখা যায় আমার রান হয়েছে ১৫ বলে ৫! এরপর নিজের সম্মান বাঁচানোর জন্য অফের তিন হাত বাইরের বল লেগে টেনে এমনভাবে মারি যাতে মনে হয় আমি দলের প্রয়োজনে ছক্কা মারতে গিয়ে আউট হয়ে গেলাম! তারপর ভাব নিয়ে চুইংগাম চাবাতে চাবাতে মাঠের বাইরে বের হয়ে গেলাম!’
ইরফান সাজ্জাদ আরও লেখেন, ‘এরপর পরের ম্যাচে একই ভাব নিয়ে মাঠে নামলাম আবার একই ভাব নিয়ে মাঠের বাইরে চলে গেলাম! একে বলে ভাব কৌটায় দলে জায়গা পাওয়া! সো বন্ধুরা জীবনে যাই করো ভাব ছাড়া যাবে না! এটাই সাইন্স!’
ওই পোস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন ইরফান সাজ্জাদ। ক্যাপশনে লিখেছেন, ‘এটাই জাকের আলীর দলের জায়গা পাওয়ার সাইন্স।’