বিয়ে নিয়ে দেশের সর্ববৃহৎ আয়োজন পোর্সেলিনা প্রেজেন্টস প্যারাগন ক্যাটারিং ওয়েডিং কার্নিভাল (আনন্দ উৎসব) অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এ ওয়েডিং কার্নিভালের উদ্বোধনে যোগ দিচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান।
রাজধানীর গুলশান শুটিং ক্লাব কনভেনশনে অনুষ্ঠিত হবে সর্ববৃহৎ ওয়েডিং আয়োজন। এ আয়োজনে অংশ নিচ্ছে দেশের শীর্ষ ৫০টি ওয়েডিং ও ফুড ব্র্যান্ড।
অংশ নেয়া ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে মাঞ্জার, গোজায়ান, মীনা সুইটস, শ্যারিজ সলিউশন বিডি, গুলশান শুটিং ক্লাব, প্যারাগন ক্যাটারিং, আজোয়া ইভেন্টস, ফরচুন স্কয়ার কনভেনশন, প্যারাগন কনভেনশন হল, কাজী অ্যান্ড কাজী টি, ইস্টার্ন ব্যাংক ইত্যাদি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তিন দিনব্যাপী এ ওয়েডিং কার্নিভালে বিয়ে আয়োজনের সব সেবা থাকবে এক প্ল্যাটফর্মে। দর্শনার্থীরা চাইলে প্রয়োজনীয় সার্ভিস বুক করতে পারবেন। আর সার্ভিস বুক দিলেই পাওয়া যাবে এক্সক্লুসিভ স্ক্র্যাচ কার্ড। স্ক্র্যাচ কার্ডে থাকছে আইফোন ১৭, স্যামস্যাং টিভি, পোর্সেলিনা ডিনার সেট, ক্যাশব্যাক অফারসহ অসংখ্য আকর্ষণীয় উপহার।
কার্নিভালে দর্শনার্থী আরও উপভোগ করতে পারবেন মনোমুগ্ধকর কনসার্ট, র্যাম্প শো, ডান্স, ডিজে পার্টিসহ নানা বিনোদনমূলক আয়োজন। আগামী ৬ নভেম্বর পর্দা উঠছে জমকালো এ বিয়ের আয়োজনের কার্নিভালের। চলবে আগামী ৮ নভেম্বর পর্যন্ত।
জমকালো এ ওয়েডিং কার্নিভালের আয়োজন উদ্বোধন করবেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। কার্নিভালে আরও উপস্থিত থাকবেন মনিকা কবীর, বুশরা কবীর, বারিশা হক, দিশা, ফ্যাশন মডেল সৈয়দা রুমাসহ বিভিন্ন ব্র্যান্ড প্রোমোটাররা।
আয়োজনের টাইটেল স্পন্সর হিসেবে উপস্থিত থাকছে পোর্সেলিনা ও সহ স্পন্সর হিসেবে থাকছে স্বপ্নধরা। আয়োজক প্রতিষ্ঠান হিসেবে রয়েছে আজওয়া ইভেন্ট, সহ আয়োজক বি হ্যাপি ইন্টারটেনমেন্ট, কনসেপ্ট ও মার্কেটিং পার্টনার ক্লক ওয়ার্ক।
গ্র্যান্ড আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে প্যারাগন ক্যাটারিং। প্রতিষ্ঠানটি ৬ বছরেরও বেশিসময় ধরে সফলতার সাথে ৫০০০-এর বেশি ইভেন্ট ও ৫ লক্ষাধিক অতিথিদের সেবা দান করেছে।
টিএম/টিএ