বলিউডের ইতিহাসে এমন কিছু সিনেমা আছে, যা মুক্তির সময় সাফল্য না পেলেও পরবর্তীতে দর্শক ও সমালোচকের হৃদয়ে স্থায়ী ছাপ ফেলে। তারই অন্যতম উদাহরণ ১৯৯৪ সালের আন্দাজ আপনা আপনা।
আজ ৩১ বছর পেরিয়ে গেলেও এই জাগতিক কমেডি এখনও তার স্বকীয়তা হারায়নি। শুরুতে বক্স অফিসে ব্যর্থ হলেও, সময়ের স্রোতে এটি বলিউডের এক অমর রত্নে পরিণত হয়েছে।
আমির খান ও সালমান খানের অভিনীত এই চলচ্চিত্রে দুই বিপর্যস্ত স্বপ্নদ্রষ্টার চরিত্র- আমার এবং প্রেম- দর্শকদের মন মাতিয়ে রাখে। তাদের অদ্ভুত প্রতিদ্বন্দ্বিতা, সময়মতো হাস্যরসের ছোঁয়া এবং মূর্তি-কল্পনার ধারা আজও প্রাসঙ্গিক। অপরদিকে, ক্রাইম মাস্টার গো গো, তেজা এবং রাম গোপাল বাজাজের মতো চরিত্র ও চিরস্মরণীয় সংলাপ “আইলা গোবিন্দা” এবং “তেজা আমি, মার্ক এখানে” এখনও জনমানসে জায়গা করে নিয়েছে।
আন্দাজ আপনা আপনার হাস্যরস শুধু সেসময়কালের জন্যই সীমাবদ্ধ নয়। এটি এমন ধরণের আত্মসচেতন ও অবাস্তব কমেডি, যা আজকের প্রজন্মের দর্শকদেরও সমানভাবে আনন্দ দেয়। সিনেমাটি সামাজিক যোগাযোগমাধ্যমের আগেই একটি প্রাকৃতিক ‘মিম ফ্যাক্টরি’ হিসেবে পরিচিতি পেয়েছিল। অগণিতবার পুনরায় দেখা হলেও এর আনন্দ ও সাদাসিধে কমেডি কখনও মিলিয়ে যায় না। বক্স অফিস সাফল্যের চেয়ে এটি লাভ করেছে স্থায়িত্ব, অমরত্ব এবং জনপ্রিয়তার চূড়ান্ত নিদর্শন।
আন্দাজ আপনা আপনা এমন এক কমেডি, যা শুধু দেখলে মনোরঞ্জন দেয় না, বরং বলিউডের বন্ধুত্ব, হাস্যরস এবং সাংস্কৃতিক প্রতিফলনের এক অসাধারণ নিদর্শন হিসেবেও মনে রাখা হয়।
কেএন/টিএ