মালদ্বীপের বিভিন্ন রিসোর্ট থেকে ফেলে দেয়া বর্জ্য তেল অবৈধভাবে বিক্রি করার অভিযোগে পাঁচ বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোরে রাজধানী মালের পার্শ্ববর্তী হুলহুমালে শহরের এমপিএল কন্টেইনার জেটিতে নোঙ্গর করা একটি নৌকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতার বাংলাদেশিরা হলেন মো. আল আমিন বয়াতি (৩৭), দুলাল মিয়া (৩২), মো. রাসেল মিয়া (৩৪) ও মানোয়ার হোসেন (৪৫)।
আটক আরেকজনকে রিমান্ড শুনানির পর শর্তসাপেক্ষে মুক্তি দেয়া হয়েছে। বাকি চারজনকে ১০ দিনের রিমান্ডে পুলিশ হেফাজতে পাঠিয়েছেন আদালত।
মালদ্বীপ পুলিশ জানায়, রাজধানী মালের কয়েকটি হোটেল ও ক্যাফে রিসোর্ট থেকে সংগৃহীত ব্যবহৃত তেল পুনরায় ব্যবহার করে আসছিলেন প্রবাসী বাংলাদেশিরা। এর আগে তাদের সতর্ক করা হলেও তারা কার্যক্রম চালিয়ে যান।
পুলিশ আরও জানায়, বৃহস্পতিবার সকালে অভিযানের সময় ডিঙ্গি নৌকা থেকে বিক্রির উদ্দেশ্যে একটি পিকআপে ৪৬টি কন্টেইনার বর্জ্য তেল তোলা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনকেই গ্রেফতার করা হয়।
এমকে/এসএন