পশ্চিমবঙ্গের পাশ্ববর্তী রাজ্য বিহারে ভোটপর্ব শুরু হওয়ার মধ্যেই আলোচনায় এসেছে এক বিশেষ ঘটনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় হাজির হয়েছেন এক চা বিক্রেতা কিন্তু হেঁটে নয়, ছাগলের গাড়িতে চেপে!
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার, বিহারের ভাগলপুরের হাওয়াই আড্ডা ময়দান এলাকায়। ছাগলের গাড়িতে চেপে জনসভায় হাজির ওই ব্যক্তির নাম প্রকাশ মণ্ডল। তিনি গোপালপুর বিধানসভা কেন্দ্রের বাসিন্দা এবং পেশায় একজন চা বিক্রেতা।
স্থানীয় সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গাড়ির সামনে দুইটি ছাগল বাঁধা এবং প্রকাশ মণ্ডল সেই গাড়িতে বসে জনসভায় যাচ্ছেন। জনসভায় উপস্থিত মোদীর সমর্থকরা তার অভিনব উপস্থিতি দেখে চিৎকার করে তাকে ঘিরে ভিড় জমিয়েছেন।
প্রকাশ মণ্ডল নিজেও জানান, তিনি মোদীর একজন বড় ভক্ত। এমনকি, তার ছাগলগুলিও মোদীর প্রতি অনুরাগী। তিনি বলেন, আমি মোদীর বড় ভক্ত। আমার ছাগলগুলোও তাঁর ভক্ত। মোদীজি যদি একবার তাদের দেখেন, তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে।
বিহারের প্রথম দফার ভোটগ্রহণ বৃহস্পতিবার শেষ হয়েছে। মোদী ওই দিন মধুবনি, পূর্ব চম্পারণ এবং মোতিহারিতে জনসভা করেন। আগামী ১১ নভেম্বর দ্বিতীয় দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এই অভিনব ঘটনা ভোটের উত্তাপের মাঝে এক মনমুগ্ধকর মূহুর্ত হিসেবে ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
আইকে/ টিএ