হাঙ্গেরি প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানকে রাশিয়া থেকে তেল কেনার অনুমতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন মার্কি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (৮ নভেম্বর) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসে ওরবানের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প। বৈঠক শেষে ট্রাম্প বলেছেন, “ওরবানের জন্য অন্য এলাকা থেকে তেল ও গ্যাস পাওয়া খুবই কঠিন। তাই কিছুটা ছাড় দেওয়া হতে পারে।”
গত মাসে যুক্তরাষ্ট্র রাশিয়ার দুটি বৃহত্তম তেল কোম্পানিকে কার্যত কালো তালিকাভুক্ত করেছে এবং এসব কোম্পানি থেকে তেল কেনা দেশগুলোর ওপর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে।
তবে বৈঠকের পর হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী এক্স (পূর্বে টুইটার)-এ জানান, যুক্তরাষ্ট্র তাদের তেল ও গ্যাস বিষয়ে ‘সম্পূর্ণ ও সীমাহীন নিষেধাজ্ঞা ছাড়’ দিয়েছে।
ট্রাম্প আরও বলেন, হাঙ্গেরি ভৌগোলিকভাবে বিশেষ চ্যালেঞ্জের মুখে- কারণ তাদের সমুদ্রপথে প্রবেশাধিকার নেই। তবে যেসকল দেশ স্থলবেষ্টিত নয় তারপরও তারা রুশ জ্বলানি কিনছে তাদের নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করেছেন ট্রাম্প।
রুশ জ্বালানির ওপর নির্ভরতা বজায় রেখে মস্কোর সঙ্গে সুসম্পর্ক ধরে রাখতে চান ওরবান। আগামী এপ্রিলে নির্বাচনের আগেভোটারদের সুলভ মূল্যে রুশ জ্বালানি প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
টিএম/টিএ