‘এ ভেরি ব্যাকস্ট্রিট ক্রিসমাস’-এর ডিজিটাল ডিলাক্স সংস্করণে উৎসবের আমেজে ব্যাকস্ট্রিট বয়েজ।
বিশ্ববিখ্যাত পপ ব্যান্ড ব্যাকস্ট্রিট বয়েজ এবার ভক্তদের জন্য নিয়ে এসেছে তাদের জনপ্রিয় ছুটির অ্যালবাম ‘এ ভেরি ব্যাকস্ট্রিট ক্রিসমাস’-এর ডিজিটাল ডিলাক্স সংস্করণ।
নতুন সংস্করণে যুক্ত হয়েছে দুটি এক্সক্লুসিভ গান- ‘ফেলিজ নাভিদাদ’-এর রেগেটন সংস্করণ এবং মূল গান ‘ইট’স ক্রিসমাস টাইম এগেইন’। আগে শুধুমাত্র টার্গেটের সিডি ও ভিনাইল সংস্করণেই গান দুটি পাওয়া যেত, এবার সেগুলো মুক্তি পেয়েছে সব বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মে, ডলবি অ্যাটমস সাউন্ডসহ।
এছাড়া উৎসবের আবহে প্রকাশিত হয়েছে ‘ফেলিজ নাভিদাদ’-এর রেগেটন সংস্করণের একটি নতুন ভিডিও, যা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে অনলাইনে।
একই সঙ্গে, ব্যান্ডটি বর্তমানে লাস ভেগাসের আধুনিক ভেন্যু দ্য স্ফিয়ার-এ তাদের সফল রেসিডেন্সি ‘ইনটু দ্য মিলেনিয়াম’ শো নিয়ে দারুণ সময় পার করছে। ডিসেম্বরের ২৬, ২৭, ২৮, ৩০, ৩১ এবং জানুয়ারির ২, ৩, ফেব্রুয়ারির ৫, ৬, ৭, ১১, ১৩, ১৪ ও ১৫ তারিখে অনুষ্ঠিত হবে তাদের শো।
অন্যদিকে, ব্যান্ডের সদস্য এ জে ম্যাকলিন আগামী ৯ জানুয়ারি প্রকাশ করতে যাচ্ছেন নিজের নতুন একক অ্যালবাম ‘হাই, মাই নেম ইজ আলেকজান্ডার জেমস’। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, মানসিক পুনর্বাসন কেন্দ্রের অভিজ্ঞতা তাঁকে শিখিয়েছে কীভাবে ব্যান্ডের চরিত্র ‘এ জে’ থেকে নিজেকে আলাদা করে নিজের সত্ত্বাকে ভালোবাসতে হয়।
জেনিফার হাডসনের টক শোতে তিনি বলেন, “আমি এখন বুঝেছি, এ জে হলো একটি চরিত্র, কিন্তু আমি আলেকজান্ডার জেমস। আমি এখন নিজেকে ভালোবাসতে শিখেছি, আয়নায় তাকিয়ে নিজের সঙ্গে শান্তিতে থাকতে পারি।”
টিকে/