কিংবদন্তি ব্যান্ড কুইনের গিটারিস্ট স্যার ব্রায়ান মে জানিয়েছেন, ১৯৭৪ সালে প্রকাশিত তাদের দ্বিতীয় অ্যালবাম ‘কুইন টু’ রক সঙ্গীতপ্রেমীদের কাছ থেকে প্রত্যাশিত সাড়া পায়নি।
সম্প্রতি ‘আ নাইট অ্যাট দ্য অপেরা’ অ্যালবামের ভিনাইল পুনঃপ্রকাশ ও ‘বোহেমিয়ান র্যাপসোডি’-র ৫০ বছর পূর্তি উপলক্ষে তৈরি ইউটিউব সিরিজ ‘কুইন: দ্য গ্রেটেস্ট’-এর দ্বিতীয় পর্বে তিনি বলেন, “কুইন টু রক মহলে তেমন ভালোভাবে গ্রহণ করা হয়নি। তবে আমার কাছে এটা ছিল বিশাল এক পদক্ষেপ।”
ব্রায়ান আরও বলেন, “এই অ্যালবাম থেকেই আমরা সত্যিকারের স্টুডিও স্বাধীনতা পাই। আমরা তখন পরীক্ষানিরীক্ষা করতে পারতাম, সুরের ক্যানভাসে ছবি আঁকতে পারতাম। আমি এই অ্যালবামটিকে ভালোবাসি।”
ড্রামার রজার টেলরও একমত হয়ে বলেন, “প্রথম অ্যালবামে আমরা খুব সীমিত সুযোগ পেয়েছিলাম, কিন্তু কুইন টু-তে প্রথমবারের মতো কিছুটা স্বাধীনতা আসে। এর সাউন্ড অনেক বেশি প্রাণবন্ত, অনেক বেশি আমাদের মতো।”
যদিও সমালোচকরা মিশ্র প্রতিক্রিয়া দিয়েছিলেন, তবুও ‘কুইন টু’ যুক্তরাজ্যের চার্টে পঞ্চম স্থানে পৌঁছায়।
প্রয়াত ভোকালিস্ট ফ্রেডি মারকিউরি তখন বলেছিলেন, “আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কুইন টু চার্টে ওঠা। প্রথম অ্যালবাম তেমন সফল হয়নি, তাই দ্বিতীয়টির স্বীকৃতি পাওয়া আনন্দের ছিল।”
কুইন ব্যান্ডের এই বিশেষ সিরিজ ‘কুইন দ্য গ্রেটেস্ট’ চলবে নভেম্বর মাসজুড়ে।
টিকে/