জানুয়ারিতেই চ্যাম্পিয়নস লিগে ফিরছেন মেসি

ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত এক মৌসুম শেষ করার পথে লিওনেল মেসি। মেজর লিগ সকারে (এমএলএস) গোলের রাজা হয়েছেন, দলকেও তুলেছেন নতুন উচ্চতায়। কিন্তু ডিসেম্বরে মৌসুম শেষের পর আগামী বছরের মার্চের আগে মাঠে নামার সুযোগ নেই আর্জেন্টাইন তারকার। এই বিরতিকে কাজে লাগিয়ে মাত্র চার মাসের জন্য মেসিকে দলে নেওয়ার চেষ্টা করছে তুরস্কের ক্লাব গালাতাসারাই।

স্প্যানিশ দৈনিক মুন্দো ডেপোর্টিভো'র সূত্রে তুর্কি সংবাদমাধ্যম ফটোম্যাক জানিয়েছে, জানুয়ারির শীতকালীন দলবদলের বাজারে মেসিকে স্বল্পমেয়াদি লোনে দলে টানতে চায় ইউরোপের ক্লাব গালাতাসারাই। ৩৮ বছর বয়সী এই কিংবদন্তি এখনও দারুণ ফর্মে আছেন— এমএলএসের নিয়মিত মৌসুমে করেছেন ২৯ গোল, যা তার নিকটতম প্রতিদ্বন্দ্বীদের চেয়ে পাঁচটি বেশি।
এমএলএস কাপ প্লে–অফে এখন ন্যাশভিলের বিপক্ষে সিরিজে ১-১ সমতা। তৃতীয় ম্যাচে জয়ী দল যাবে পরের রাউন্ডে। যদি মায়ামি ফাইনালে খেলে, তবেও ডিসেম্বরের পর তাদের খেলা থাকবে না। এমএলএসের এবারের মৌসুম শেষ হবে ৫ ডিসেম্বর, আর নতুন এমএলএস মৌসুম শুরু হবে আগামী ফেব্রুয়ারির শেষ দিকে। আর সেই ফাঁকেই ইউরোপের কিছু ক্লাব চাইছে তাকে অল্প সময়ের জন্য টেনে নিতে, যেন আগামী গ্রীষ্মে আর্জেন্টিনার বিশ্বকাপ রক্ষার মিশনের আগে তিনি ফিটনেস ও ম্যাচ-রিদম ধরে রাখতে পারেন।



স্থানীয় এক সংবাদমাধ্যম জানিয়েছে, চলতি মৌসুমে মেসিকে ইস্তাম্বুলে খেলানোর পরিকল্পনা করছে গালাতাসারাই। ক্লাবটির কর্তারা মেসির পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন। এমনকি বর্তমানে মায়ামিতে যে বেতন পান মেসি, সেই পরিমাণ অর্থ এই আর্জেন্টাইনকে দিতে রাজি তুরস্কের ক্লাবটি। যদি সবকিছু ঠিকঠাক চলে, তাহলে জানুয়ারিতেই চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে দেখা যেতে পারে তুর্কি ক্লাবটির জার্সিতে।

তবে অন্য এক রিপোর্টে বলা হচ্ছে, মেসির তুরস্কের লিগে খেলার কোন সম্ভাবনা নেই। মেসির ছুটি, ইন্টার মায়ামির প্রাক-মৌসুম প্রস্তুতি ও ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির বিষয় আছে। ফলে এখনই ইউরোপে স্বল্প মেয়াদি চুক্তির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে।

তাদের আকাঙ্ক্ষা যে অমূলক নয়, সেটি প্রমাণ করেছে সাম্প্রতিক ট্রান্সফার উইন্ডো। ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর সঙ্গে পাল্লা দিয়ে গালাতাসারাই দলে টেনেছে ভিক্টর ওসিমেন, লিরয় সানে ও ইলকায় গুন্দোগানের মতো তারকাদের। এখন মেসিকে যুক্ত করা গেলে সেটি হবে ক্লাবটির ইতিহাসে সবচেয়ে বড় অর্জনগুলোর একটি।

মেসির ক্যারিয়ারে স্বল্পমেয়াদি ইউরোপ ফেরা নতুন কিছু নয়। অতীতে ডেভিড বেকহ্যাম ও জলাতান ইব্রাহিমোভিচও এমএলএস মৌসুমের বিরতিতে ইউরোপে লোনে গিয়েছিলেন। তবে মেসির মতো বিশ্বচ্যাম্পিয়নকে আবারও চ্যাম্পিয়ন্স লিগে দেখা গেলে তা হবে সম্পূর্ণ অন্য মাত্রার এক ঘটনা।

কয়েক সপ্তাহ আগেই মেসি ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ পর্যন্ত চুক্তি করেছেন। এমনকি আগামী মৌসুমের দল গঠনের কাজও শুরু করেছে ইন্টার মায়ামি। সার্জিও বুসকেটস ও জর্দি আলবা অবসরে গেলে তাদের বদলে বড় নাম আনার পরিকল্পনাই করছে ক্লাবটি।

আর্জেন্টিনার জার্সিতে ২০২৬ বিশ্বকাপই সম্ভবত মেসির শেষ আন্তর্জাতিক মঞ্চ। তাই সামনে যা আসছে, তা নিয়ে তিনি যতটা সম্ভব প্রস্তুত থাকতে চান। সব মিলিয়ে মেসির মায়ামি থেকে ইস্তাম্বুল পর্যন্ত এই শীতকালীন সফর বাস্তবে পরিণত হয় কিনা, এখন দেখার বিষয়।  

টিএম/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ভারত মরণ কামড় দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে : রনি Nov 09, 2025
img

ডা. মিতুর ফেসবুক পোস্ট

ভাবতেই শরম লাগে, নিজের টাকায় বানানো পোস্টারে লিখতে হয় ‘প্রচারে এলাকাবাসী’ Nov 09, 2025
img
বাংলাদেশের দিকে ধেয়ে আসছে মৌসুমের প্রথম কুয়াশা বেল্ট Nov 09, 2025
img
পে স্কেল কার্যকরের সময় জানালেন অর্থ উপদেষ্টা Nov 09, 2025
img
পর্দায় এমন কিছু করিনি, যা পরিবার নিয়ে দেখতে পারব না: রঞ্জিত মল্লিক Nov 09, 2025
img
নাটোরে জনরোষে পড়ে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছেড়ে দিল পুলিশ Nov 09, 2025
img
অবশেষে বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন ঐশ্বরিয়া Nov 09, 2025
img
সেনা কর্মকর্তাদের মামলার আইনজীবী পদ থেকে সরে দাঁড়ালেন ব্যারিস্টার সরোয়ার Nov 09, 2025
img
অবৈধ বিজ্ঞাপন থেকে বছরে ১৬ বিলিয়ন ডলার আয় মেটার Nov 09, 2025
img
জিও ক্রিয়েটিভ ল্যাবসের প্রথম পৌরাণিক অ্যানিমেশন ‘ত্রিপুরান্তক’ Nov 09, 2025
যে ৫টি কারনে আমাদের অন্তর নষ্ট হয়ে যায় Nov 09, 2025
ইনস্টাগ্রামে ভাইরাল আলিঙ্গন, প্রেমের ইঙ্গিত দিলেন সামান্থা? Nov 09, 2025
কমলাপুরে চালু হলো দৃষ্টিনন্দন আন্ডারপাস Nov 09, 2025
img
কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার মুখোমুখি ইংল্যান্ড Nov 09, 2025
img
সালমান এফ রহমানের বিরুদ্ধে ১৭টি মানিলন্ডারিং মামলার অভিযোগপত্র দাখিল শিগগিরই Nov 09, 2025
img
ভূমার চরিত্রে নিজেকে খুঁজে পেলেন রাশমিকা! Nov 09, 2025
img
রাজধানীতে আ. লীগের ২৫ নেতাকর্মী গ্রেপ্তার Nov 09, 2025
img
সরকার একটা কাজ খুব ভালো পারে, সেটা বিবৃতি দিতে: সারোয়ার তুষার Nov 09, 2025
img
হংকং সিক্সেসে প্রোটিয়াদের হারিয়ে প্লেট ফাইনালে বাংলাদেশ Nov 09, 2025
img
সরকারি ওয়েবসাইটে আ.লীগের জাহিদ মালেক এখনও স্বাস্থ্যমন্ত্রী! Nov 09, 2025