পাকিস্তানের অন্যতম তারকা জুটি সাজাল আলি ও আহাদ রাজ মির। আলোচিত এই তারকা জুটি প্রথমবার একসঙ্গে পর্দায় আসেন ‘ইয়াকিন কা সফর’ নাটকে জুবিয়া এবং আসফান্দিয়ার চরিত্রে। পর্দার সেই রসায়ন বাস্তবে রূপ নেয় প্রেমে যা পরিণয় পায় বিয়েতে।
তবে ব্যক্তিগত জীবনে তাদের সেই সম্পর্ক স্থায়ী হয়নি। ২০২২ সালে এই দুই তারকা বিচ্ছেদের পথে হাঁটেন। এদিকে সাজাল-আহাদ অভিনীত নাটকে ‘ধূপ কি দিওয়ার’ ইউটিউবে মুক্তি পেয়েছে।
জি-ফাইভ এ সিরিজটি মুক্তি পেয়েছিল প্রায় ৪ বছর আগে যা সাবস্ক্রিপশনের কারণে সব দর্শকরা দেখতে পারেননি। এবার ইউটিউবে ‘জিন্দেগি’ চ্যানেলে প্রথম পর্ব প্রকাশের পরপরই শুরু হয়েছে তুমুল আলোচনা।
‘ধূপ কি দিওয়ার’ ছিল তাদের একসঙ্গে করা শেষ কাজ। সিরিজটি লিখেছেন গুণী চিত্রনাট্যকার উমেরা আহমেদ এবং পরিচালনা করেছেন হাসিব হাসান। ওয়েব সিরিজে এই জুটির পুনর্মিলন দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
দীর্ঘদিন পর তাদের একসঙ্গে দেখার আনন্দ ভাগ করে নিচ্ছেন ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন ভক্ত লিখেছেন, ‘নজর লেগে গেছে এদের।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘এক শতাব্দী পর এই দুজনকে একসঙ্গে দেখছি।’
বিচ্ছেদের পরেও ভক্তরা এই জুটিকে ভালোবেসে ‘সাহাদ’ নামে ডাকেন, তারা সবসময়ই চেয়েছেন এই তারকা জুটিকে আবারও একসঙ্গে দেখতে। ‘ইয়াকিন কা সফর’ ছাড়াও সাজল ও আহাদ ‘ইয়ে দিল মেরা’ নাটকে কাজ করেছেন।
টিএম/এসএন