কিংবদন্তি ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার, গীতিকার ও চলচ্চিত্র নির্মাতা কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মবার্ষিকী বৃহস্পতিবার (১৩ নভেম্বর)। বছর তিনেক আগে তার স্বপ্ন পূরণে নিজের অক্ষমতা প্রকাশ করেছিলেন তার স্ত্রী মেহের আফরোজ শাওন। ১৩ নভেম্বর লেখকের ৭৭ তম জন্মবার্ষিকীতেও জানালেন লেখকের স্বপ্ন পূরণে তিনি ব্যর্থ।
হুমায়ূন আহমেদের জন্মদিনে সংবাদকর্মীদের শাওন বলেন, আমি প্রথমেই আপনাদের মাধ্যমে হুমায়ূন আহমেদের ভক্ত, পাঠকের কাছে জোড় হাতে ক্ষমা চাইছি। হুমায়ূন আহমেদের লেখার ওপর ভিত্তি করে হয়তো তার অনেক স্বপ্ন বাস্তবায়নের কথা বলা হয়েছে। আমি একা মানুষ। আমার কাঁধে অনেক দায়িত্ব। সন্তান, বাবা-মা, প্রতিষ্ঠানের দায়িত্ব আছে। আমি আপনাদের মাধ্যমে বলেছিলাম হুমায়ূন আহমেদের যাদুঘর বাস্তবায়ন করতে চেয়েছি। এ ছাড়া তার আরও যে স্বপ্নগুলো ছিল বিভিন্নভাবে বাস্তবায়নের চেষ্টা করেছি। কিন্তু ব্যাপারটা শুধু আর্থিক না যে টাকা তুললাম আর করে ফেললাম। অনেক নিয়মতান্ত্রিক উপায়ের ভেতর দিয়ে যেতে হয়। আমি ব্যর্থ হয়েছি। যে সময় নীতিনির্ধারক যারা ছিলেন আমি তাদের কাছে আর্থিক সহযোগিতা চাইনি। কিন্তু নীতি নির্ধারণ করা বা জিনিসটাকে গুছিয়ে করার মেন্টাল সাপোর্ট বা কমিটি গঠন এসব ব্যাপারে নানাভাবে সহযোগিতা চেয়েছি। দেশের যারা বুদ্ধিজীবী আছেন তারা পাশে থাকলে এতদিনে হয়ে যেত। তাই দুঃখের সঙ্গে বলছি হুমায়ূন আহমেদের স্বপ্ন বাস্তবায়নে আমি ব্যর্থ।

হুমায়ূন আহমেদের স্বপ্ন ছিল একটি ক্যানসার হাসপাতাল গড়ার। জীবদ্দশায় তিনি তা করে যেতে পারেননি। এ নিয়ে শাওন বলেছিলেন, আমি খুব ক্লান্ত হয়ে যাই এই প্রশ্নের উত্তর দিতে। আমার একার পক্ষে এটা (হাসপাতাল) করা সম্ভব না। তার স্বপ্ন অনুযায়ী ক্যানসার হাসপাতাল করার শক্তি অর্জন করতে পারিনি। সরকার যদি উদ্যোগ নেয় তাহলে হুমায়ূন আহমেদের সম্পদ দিতে তার পরিবার পিছপা হবে না।
এবি/টিকে