টলিউডের আইকন স্টার আল্লু অর্জুন এবার জুটি বাঁধতে চলেছেন পরিচালক লোকেশ কানাগারাজের স্বপ্নপ্রকল্প ‘ইরুম্বু কাই মায়াভি’-তে। দুটি মিটিংয়ের পর অভিনেতা তার অনুমোদন দিয়েছেন, যা সাম্প্রতিক প্যান-ইন্ডিয়া চলচ্চিত্র জগতে সবচেয়ে উত্তেজনাপূর্ণ সহযোগিতার জন্য মঞ্চ প্রস্তুত করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শ্রীকান্তি পর্বের পরে হায়দরাবাদে প্রি-প্রোডাকশন কাজ শুরু হবে। চলতি বছরের অক্টোবরের পর অলু অর্জুনের অ্যাটলি পরিচালিত ছবি শেষ হওয়ার পর মূল শুটিং শুরু হবে। ‘মিথ্রি মুভি মেকার্স’ প্রযোজিত এই ছবি, যাঁরা ‘বিক্রম’ ছবির পর লোকেশকে বিশাল অগ্রিম দিয়ে সই করিয়েছেন, তাদের জন্য অলু অর্জুনের সঙ্গে এটি প্রথম বড় সহযোগিতা।
লোকেশ বর্তমানে স্ক্রিপ্টটি পুনঃলিখন করছেন, যাতে অলু অর্জুনের মাস-অ্যাপিল ও দর্শকপ্রিয়তা মেলানো যায়। এতে পরিচালক যথেষ্ট সময় পাচ্ছেন কাস্ট ও ক্রু চূড়ান্ত করার আগে তাঁর ভিশন নিখুঁত করার। আনুষ্ঠানিক ঘোষণা শীঘ্রই আসার কথা, তবে ইতিমধ্যেই চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।