টনা তিন ম্যাচ হারের পর চতুর্থ ম্যাচেও ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে আসরের সর্বনিন্ম রানে অলআউট হয়েছে নোয়াখালী এক্সপ্রেস যা বিপিএলের ইতিহাসে চতুর্থ সর্বনিম্ন রানে অলআউট নোয়াখালী। সিলেট টাইটান্সের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের ঘূর্ণিতে বিধ্বস্ত হয়ে ১৪.২ ওভারে ৬১ রানে গুটিয়ে যায় নোয়াখালীর ইনিংস। একাই পাঁচ উইকেট শিকার করেন নাসুম।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা আশাব্যঞ্জক ছিল নোয়াখালীর।
প্রথম তিন ওভারে কোনো উইকেট না হারিয়ে ২৪ রান তোলে দলটি। তবে নাসুম আহমেদ আক্রমণে আসার পরই বদলে যায় দৃশ্যপট। তার বলে বড় শট খেলতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ক্যাচ তুলে দেন সৌম্য সরকার।
এরপর দ্রুত উইকেট হারাতে থাকে নোয়াখালী।
পারভেজ হোসেন ইমনের দুর্দান্ত থ্রোতে রান আউট হন মুনিম শাহরিয়ার। খালেদ আহমেদের শর্ট লেংথের বলে ফাইন লেগে ক্যাচ দিয়ে ফেরেন হাবিবুর রহমান সোহান। পাওয়ার প্লের মধ্যেই মাত্র ৩০ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি।
সপ্তম ওভারে আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়ে ফেরেন মোহাম্মদ নবী।
দশ ওভারের মধ্যেই নাসুমের টার্নিং ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে আউট হন ভারপ্রাপ্ত অধিনায়ক হায়দার আলী। তার বিদায়ের পর নোয়াখালীর ইনিংস কার্যত ভেঙে পড়ে।
শেষদিকে আর কোনো জুটি গড়ে উঠেনি। এক প্রান্ত আগলে রেখে নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে নাসুম আহমেদ পূর্ণ করেন নিজের পাঁচ উইকেট।
আরআই/টিকে