বলিউডে ধর্মেন্দ্রর প্রয়াণের পর থেকে স্মরণসভা ও পারিবারিক উপস্থিতি নিয়ে গুঞ্জন তৈরি হয়েছিল। সানি ও ববি দেওল আয়োজন করেছিলেন একটি স্মরণসভা, যেখানে দেখা যায়নি হেমা মালিনীকে। তাঁর দুই কন্যা এষা ও অহনাও সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। অন্যদিকে হেমা মালিনী মুম্বই ও দিল্লিতে পৃথক স্মরণসভা আয়োজন করেন, যা নিয়ে বি-টাউনে নানা জল্পনা তৈরি হয়।
নীরবতা ভেঙে এক সাক্ষাৎকারে হেমা মালিনী স্পষ্ট করেছেন, “এটি আমাদের পরিবারের ব্যক্তিগত বিষয়। আমরা প্রত্যেকে একে অপরের সঙ্গে কথা বলেছি। আমার পরিচিত বন্ধুদের জন্য আমি মুম্বই ও দিল্লিতে স্মরণসভা আয়োজন করেছি। মথুরা আমার লোকসভা কেন্দ্র। সেখানকার মানুষ ধর্মেন্দ্রকে খুবই ভালোবাসে, তাই সেখানে আলাদা স্মরণসভা করা হয়।”
হেমা মালিনী আরও বলেন, পারিবারিক ভাঙনের গুজব একেবারেই ভিত্তিহীন। “সব কিছু ঠিক আছে। পরিবারের মধ্যে কোনও সমস্যা নেই। আমরা একেবারেই ঠিক আছি।” এছাড়া তিনি জানান, মুম্বইয়ের লোনাভেলায় ১০০ একর জমিতে সানি দেওল অনুরাগীদের জন্য একটি মিউজিয়াম তৈরির পরিকল্পনা করছেন।
হেমা মালিনীর এই বক্তব্যে পরিবারে বিভাজন নিয়ে গুঞ্জন উড়ে গেল। এছাড়া ধর্মেন্দ্রর স্মৃতিকে সম্মান জানাতে এবং পরিবারিক ও রাজনৈতিক বন্ধুবান্ধবদের সঙ্গে আলাদা অনুষ্ঠান আয়োজনের যুক্তিও তুলে ধরলেন তিনি।
পিআর/টিকে