ভারতের বহুল পরিচিত মাল্টিপ্লেক্স প্রতিষ্ঠান পিভিআর এবার নজর দিচ্ছে ছোট শহরগুলোতে। আগামী অর্থবছরেই সংস্থাটি টিয়ার–থ্রি শ্রেণির শহর ও জনবহুল ছোট নগরে ১০০টি নতুন পর্দা চালুর পরিকল্পনা করেছে। অত্যাধুনিক অবকাঠামোসহ এসব প্রেক্ষাগৃহে টিকিটের মূল্য রাখা হবে মাত্র ১৫০ রুপি থেকে, যা বড় শহরের তুলনায় অনেক সাশ্রয়ী।
সংস্থাটি মনে করছে, ছোট শহরগুলোতে আয়ের হার বাড়ছে, সঙ্গে সিনেমা দেখার আগ্রহও বেড়েছে। এই অঞ্চলে ওটিটি প্ল্যাটফর্মের বিস্তার সীমিত হওয়ায় পরিবারের সবাইকে নিয়ে হলে সিনেমা দেখার চাহিদা এখনও যথেষ্ট। তাই সুলভমূল্যে আধুনিক প্রেক্ষাগৃহ গড়ে তুলে দীর্ঘমেয়াদে বিশ্বস্ত দর্শকশ্রেণি তৈরি করতেই পিভিআরের এই উদ্যোগ।
যদিও এসব শহরে কার্যক্রম চালাতে ব্যয় বেশি হওয়ায় লাভজনকতা নিয়ে প্রশ্ন থাকছে, তবুও প্রতিষ্ঠানটি মনে করছে—দেশজুড়ে তাদের উপস্থিতি বাড়ানো ও দর্শকের কাছে পৌঁছানো এখন প্রিমিয়াম মডেলের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।
এবি/টিকে