মরক্কোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান প্রটোকল কর্মকর্তা মো. আনাস খালেসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা।
গত শুক্রবার (২১ নভেম্বর) রাবাতে মরক্কোর প্রধান প্রটোকল কর্মকর্তার দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাবাতের বাংলাদেশ দূতাবাস জানায়, বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান প্রটোকল কর্মকর্তার মধ্যে সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ হয়েছে। এ সাক্ষাৎ বাংলাদেশ এবং মরক্কোর মধ্যে উষ্ণ এবং দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রতিফলন ঘটায়। আলোচনায় দুই ভ্রাতৃপ্রতিম দেশের কল্যাণে পারস্পরিক সহযোগিতা জোরদার করার ওপর আলোকপাত করা হয়।
মরক্কোর সঙ্গে সম্পর্ক গভীর করার জন্য বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা।
এসএস/টিকে