প্রভাস অভিনীত হরর কমেডি ছবি ‘দ্য রাজা সাব’ মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০ কোটি রুপি অতিক্রম করেছে। সমালোচকদের কাছ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া পেলেও টিকিট কাউন্টারে ছবিটি দারুণ সাড়া ফেলেছে। খবর হিন্দুস্থান টাইমসের।
সাকনিল্ক ডটকমের তথ্য অনুযায়ী, প্রথম দিনেই বিদেশি বাজার থেকে ছবিটি আয় করেছে প্রায় ২৬ কোটি রুপি। এর সঙ্গে ভারতের আয় ৫৪ কোটি রুপি এবং পেইড প্রিভিউ থেকে আরও ৯ কোটি যোগ হয়ে মোট সংগ্রহ ১০০ কোটির ঘর ছাড়িয়েছে। ৮ জানুয়ারির প্রিভিউসহ প্রথম দিনের এই সাফল্য প্রমাণ করে, প্রভাসের স্টারডম এখনো অটুট।
তবে এই অর্জন সত্ত্বেও ছবিটি প্রভাসের আগের ছবি কাল্কি ২৮৯৮ এডি-এর প্রথম দিনের রেকর্ড থেকে অনেকটাই পিছিয়ে। ২০২৪ সালে মুক্তি পাওয়া সেই ছবি প্রথম দিনেই বিশ্বব্যাপী আয় করেছিল প্রায় ১৯১ কোটি রুপি।
ট্রেড বিশ্লেষক তরন আদর্শ জানিয়েছিলেন, শুধু হিন্দি সংস্করণ থেকেই কাল্কি প্রথম দিনে আয় করেছিল ২৭ দশমিক ৫ কোটি রুপি, তাও আবার ভারত-ইংল্যান্ড সেমিফাইনালের মতো বড় ম্যাচের দিন।
দীর্ঘদিন ধরে বক্স অফিসে দাপট দেখানো আদিত্য ধর পরিচালিত ধুরন্ধর ছবির গতি থামাতেও বড় ভূমিকা রেখেছে দ্য রাজা সাব। এক মাসের বেশি সময় ধরে চলার পর ৩৬তম দিনে ধুরন্ধর আয় করে মাত্র ৩ দশমিক ৫ কোটি রুপি। উল্লেখ্য, ছবিটি এরই মধ্যে ১২০০ কোটির বেশি আয় করেছে।
মারুথি পরিচালিত এবং পিপল মিডিয়া ফ্যাক্টরির ব্যানারে টি জি বিশ্ব প্রসাদ প্রযোজিত দ্য রাজা সাব ছবিতে প্রভাসের সঙ্গে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, বোমান ইরানি, মালবিকা মোহনন, নিধি আগারওয়াল, ঋদ্ধি কুমার ও জারিনা ওয়াহাব।
ছবিটি নিয়ে প্রভাস বলেন, অ্যাকশননির্ভর সিনেমার ভিড়ে দর্শকদের জন্য একেবারে ভিন্ন স্বাদের বিনোদন দিতে চেয়েছিলেন তারা, আর সেখান থেকেই এই হরর-কমেডির জন্ম।
তবে হিন্দুস্তান টাইমসের রিভিউতে বলা হয়েছে, সিনেমাটি হাসির চেষ্টা করলেও গল্প ও উপস্থাপনায় আরও গভীরতা দরকার ছিল। তবুও প্রথম দিনের বক্স অফিস সাফল্যে প্রমাণ করে সমালোচনা থাকলেও দর্শকের আগ্রহে এখনো ভাটা পড়েনি প্রভাসকে ঘিরে।
পিআর/টিএ