দক্ষিণী সিনেমার সুপারস্টার প্রভাসের ভক্তদের আচরণ আবারও শিরোনামে। সাধারণ দর্শকরা যেমন তাদের প্রিয় অভিনেতার সিনেমা মুক্তির দিন উদযাপনে নানা রকম আনন্দমুখর কাণ্ড ঘটান, তেমনই কিছু ঘটনা এবার অতি সীমা ছাড়িয়ে গেছে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘রাজা সাহেব’-এর শো চলাকালীন ওড়িশার রায়গড়ের একটি প্রেক্ষাগৃহে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
ঘটনাস্থল অশোক টকিজে যখন ‘রাজা সাহেব’-এর এন্ট্রি দৃশ্য প্রদর্শিত হচ্ছিল, তখনই কিছু ভক্ত আচমকাই স্ক্রিনের সামনে এসে আরতি শুরু করেন, কেউ কেউ বাজি পোড়াতে থাকেন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পর্দায় এবং প্রেক্ষাগৃহে হুড়োহুড়ি শুরু হয়। সৌভাগ্যক্রমে কর্মীরা দ্রুত পদক্ষেপ নেন এবং আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতের খবর পাওয়া যায়নি, তবে এই ঘটনায় ছবির প্রদর্শনী সাময়িকভাবে বন্ধ রাখতে হয়।
এই ধরনের কর্মকাণ্ড কেবল ভয়ঙ্কর নয়, বরং নাগরিক দায়বদ্ধতা এবং প্রেক্ষাগৃহের নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলে। এর আগে হায়দরাবাদের একটি প্রেক্ষাগৃহে প্রভাস ভক্তরা নকল কুমির হাতে ঢুকে শোরগোল ফেলে বিতর্ক সৃষ্টি করেছিলেন। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটপাড়ায় ব্যাপক নিন্দার ঝড় ওঠে। অনেকেই দক্ষিণী তারকার অনুরাগী শিবিরকে অশিক্ষিত হিসেবে কটাক্ষ করেন।
প্রভাসের জনপ্রিয়তা ও ভক্তদের উচ্ছ্বাসই যেমন নজর কাড়া, ঠিক তেমনি এ ধরনের উদ্দাম কর্মকাণ্ড সিনেসমাজের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অল্পের জন্য প্রাণহানি এড়ানো গেলেও, প্রেক্ষাগৃহে নিরাপত্তা এবং দর্শকদের দায়িত্ব সচেতনতার প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়ে উঠেছে।
এমকে/টিএ