দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক শুভমান গিলকে ছাড়াই দল নামছে এবার। তার জায়গায় নেতৃত্ব দেবেন কেএল রাহুল। দলে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্ত এবং অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও।
ইনজুরির কারণে অনুপস্থিত শ্রেয়াস আইয়ারের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন তরুণ ব্যাটার তিলক ভার্মা।
তিলকের অন্তর্ভুক্তিকে ইতিবাচকভাবে দেখছেন সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান। নিজের ইউটিউব চ্যানেলে তিনি জানান, এশিয়া কাপ ২০২৫-এর ফাইনালে পাকিস্তানের বিপক্ষে চাপের ম্যাচে অপরাজিত ৬৯ রানের ইনিংস খেলে দলকে জেতানোর পর তিলকের মূল্য আরো বেড়ে ওঠা উচিত ছিল। পাঠান বলেন, ‘তিলক ভার্মার দিকে নজর রাখুন।
সে চাপ সামলাতে পারে, সময় নিয়ে সেট হয় এবং প্রয়োজনের মুহূর্তে স্লগ সুইপের মতো শট খেলতে পারে। ওয়ানডেতে ৪ নম্বরে তাকে দেখা গেলে ভালোই হবে।’
তিনি আরো যোগ করেন, ‘টি-টোয়েন্টিতে যদিও আমি তাকে ৩ নম্বরে দেখতে চাই, ওয়ানডেতে ৪ নম্বরে খেললেও সমস্যা নেই। বাঁ-হাতি হওয়ায় মাঝের ওভারগুলোতে বাড়তি সুবিধা দিতে পারে তিলক।’
৩০ নভেম্বর শুরু হওয়া সিরিজে রোহিত শর্মা, বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড়, কুলদীপ যাদব ও আর্শদীপ সিংয়ের মতো নিয়মিত সদস্যরাও থাকছেন দলে। ঘাড়ের ইনজুরিতে গিল না থাকায় ব্যাটিং অর্ডারে কিছুটা পরিবর্তন দেখা যেতে পারে।
ভারতের ওয়ানডে দল (দক্ষিণ আফ্রিকা সিরিজ) :
কেএল রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক ভার্মা, ঋষভ পন্ত (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, নিতীশ কুমার রেড্ডি, হার্ষিত রানা, রুতুরাজ গায়কোয়াড়, প্রসিদ্ধ কৃষ্ণা, আর্শদীপ সিং, ধ্রুব জুরেল।
আইকে/টিএ