আচমকাই সোশাল পাড়া উত্তাল হয় ধর্মেন্দ্রর মৃত্যুগুঞ্জনে (Dharmendra Death)। তবে পরিবারের তরফে সেই গুঞ্জন নস্যাৎ করে কিংবদন্তি অভিনেতাকে হাসপাতাল থেকে বাড়ি ফেরানো হয়। এবার তেরো দিনের ব্যবধানে সোমবার দুপুরে ভিলে পার্লে শ্মশানে আচমকাই দেওল পরিবারের সদস্য এবং অমিতাভ বচ্চন, আমির খান, সলমন খানদের উপস্থিতিতে বলিউডের হি-ম্যানের মৃত্যুশঙ্কা দানা বেঁধেছে! এককথায় ধর্মেন্দ্রকে নিয়ে চূড়ান্ত সাসপেন্স বহাল। এমতাবস্থায় দেওল পরিবারের সদস্যরা মুখ না খুললেও শোকপ্রকাশ করেন করণ জোহর, নীতিন গড়করি-সহ একাধিক ব্যক্তিত্ব। জল্পনায় সিলমোহর বসল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শোকবার্তা।
৩.৫০- কিংবদন্তি অভিনেতার প্রয়াণে শোকপ্রকাশ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শোকপ্রকাশ করে লিখেছেন, ‘কিংবদন্তি অভিনেতা-নায়ক ধর্মেন্দ্রজির প্রয়াণে গভীরভাবে শোকাহত। ভারতীয় চলচ্চিত্রে তাঁর অসামান্য অবদান প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে। ধর্মেন্দ্রজির পরিবার, বন্ধুবান্ধব, ভক্তমহলের প্রতি আমার সমবেদনা রইল। হেমা মালিনীজি ও পুত্রকন্যারা তাঁর সমৃদ্ধ উত্তরাধিকার বহন করবেন। তাঁর আত্মার শান্তি কামনা করি।’
৩.৪০- ধর্মেন্দ্রর শেষকৃত্যে যোগ দিতে শ্মশানে রণবীর সিং, দীপিকা পাড়ুকোন। এলেন অক্ষয় কুমারও।
৩. ৩০- ধর্মেন্দ্রর মৃত্যুতে গভীরভাবে শোকাহত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
৩.২০- অক্ষয় কুমারের শোকবার্তা, ‘আমাদের সিনেইন্ডাস্ট্রির প্রকৃত হি ম্যান। ছোটবেলায় আমরা সকলেই ধর্মেন্দ্রজির মতো হতে চাইতাম।’
৩.১০- কিংবদন্তি অভিনেতার প্রয়াণে শোকপ্রকাশ জুনিয়র এনটিআর। ‘আলবিদা’ জানিয়ে কপিল শর্মা লিখলেন, ‘দ্বিতীয়বার পিতৃহারা হলাম।’
৩. ০৫- ধর্মেন্দ্রর শেষকৃত্যে যোগ দিতে ভিলে পার্লে শ্মশানে অনিল কাপুর। সংবাদমাধ্যমের থেকে দূরত্ব বজায় রেখেই শ্মশানে প্রবেশ করতে দেখা গেল তাঁকে।
৩.০০- বলিউড মাধ্যম সূত্রে খবর, ধর্মেন্দ্রর মুখাগ্নি করেছেন জ্যেষ্ঠপুত্র সানি দেওল।
২. ৫০- ধর্মেন্দ্রর মৃত্যুতে শোকপ্রকাশ নরেন্দ্র মোদির। শোকবার্তায় তিনি লিখেছেন, ‘ভারতীয় সিনেমার এক যুগাবসান। তিনি ছিলেন একজন আইকনিক সিনেব্যক্তিত্ব, একজন অসাধারণ অভিনেতা যিনি প্রতিটি চরিত্রে সমানভাবে প্রাণপ্রতিষ্ঠা করেছিলেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করে অসংখ্য মানুষের মন জয় করেছিলেন। এই কঠিন সময়ে ওঁর পরিবার, বন্ধুবান্ধবদের প্রতি আমার সমবেদনা রইল।’
২.৩০- সংবাদ সংস্থা আইএএনএস-এর তরফে ধর্মেন্দ্রর মুত্যুর খবরে সিলমোহর বসানো হয়।
২.২৫- ভিলে পার্লে শ্মশানে সম্পন্ন ধর্মেন্দ্রর শেষকৃত্য।
২.২০- কড়া নিরাপত্তাবলয় মুড়ে শ্মশানে পৌঁছলেন সলমন খান। ধর্মেন্দ্রকে শেষ শ্রদ্ধা জানাতে এলেন আমির খানও।
২.১৫- ভিলে পার্লে শ্মশানে বিধ্বস্ত হেমা মালিনি। চোখে জল সাংসদ-অভিনেত্রীর।
২.১০- ভিলে পার্লে শ্মশানে দেওল পরিবারের সদস্যরা। সানি দেওল, ববি দেওলের পর পৌঁছলেন এষা দেওল।
এসএন