ধর্মেন্দ্রের মৃত্যুতে শোকের ছায়া বলিপা়ড়ায়। গত কয়েকদিন ধরে অসুস্থতার সঙ্গে পাঞ্জা লড়ছিলেন বলিউডের ‘হি ম্যান’। সোমবার বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বর্ষীয়ান তারকার মৃত্যুতে থমকে গিয়েছে মুম্বইয়ের টিনসেল টাউন। সরাসরি প্রভাব পড়ল রাম চরণ ও জাহ্নবী কপূরের কাজের উপর।
রাম চরণ ও জাহ্নবীর ছবি ‘পেড্ডি’ সংক্রান্ত একটি বিশেষ ঘোষণা করার কথা ছিল নির্মাতাদের। সোমবার বিকেলেই এই ঘোষণা হওয়ার কথা ছিল। কিন্তু ধর্মেন্দ্রের মৃত্যুতে শোকস্তব্ধ তাঁরা।
হঠাৎ বর্ষীয়ান তারকার মৃত্যুসংবাদ পেয়ে এই ঘোষণা স্থগিত রেখেছেন নির্মাতারা। ছবির নির্মাতারা এক বিবৃতিতে লেখেন, “আমরা ধর্মেন্দ্রের মৃত্যুতে গভীর ভাবে শোকাহত। উনি যে অধ্যায়টা তৈরি করেছিলেন, অন্য কেউ সেই জায়গা দখল করতে পারেনি কখনও। এই শোকের মুহূর্তে শ্রদ্ধা জানানোর জন্য আজ বিকেলে আমাদের যে ঘোষণা করার কথা ছিল, তা আমরা স্থগিত রাখলাম। ওঁর পরিবারের প্রতি আমাদের তরফ থেকে সমবেদনা রইল।”
‘পেড্ডি’ ছবির পরিচালনা করেছেন দক্ষিণের পরিচালক বুচি বাবু সানা। এই ছবিতে রাম চরণ ছাড়াও অভিনয় করেছেন শিব রাজকুমার, জগপথি বাবু এবং দিব্যেন্দু শর্মা। ছবিটি মুক্তি পাওয়ার কথা আগামী বছর ২৭ মার্চ।” ছবির সঙ্গীত পরিচালনা করেছেন এআর রহমান।
উল্লেখ্য, সোমবার, নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ধর্মেন্দ্র। যদিও পরিবারের তরফে এ দিন বিকেল পর্যন্ত কিছু জানানো হয়নি। মৃত্যুর সময় বয়স হয়েছিল প্রায় ৯০ বছর। মুম্বইয়ের ‘পবনহংস’ শ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছে। ধর্মেন্দ্রের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এসএন