নতুন রোমান্টিক–কমেডি ছবিতে এক অন্য রূপে হাজির হচ্ছেন কার্তিক আরিয়ান। বহু দিন ধরেই তাঁর পরিচিত ছিল ছেলেমানুষি হাসি আর নির্ভার উপস্থিতি। কিন্তু পরিচালক সমীর বিদ্বংসের নতুন ছবি ‘তু মেরি মেঁ তেরা, মেঁ তেরা তু মেরি’ তে যেন নতুন করে জন্ম নিলেন তিনি। ছবিতে রে চরিত্রে অভিনয় করেছেন কার্তিক আর সেই চরিত্রের প্রয়োজনে নিজের পুরোনো পরিচয় ছুঁড়ে ফেলে দিলেন পুরোপুরি।
চওড়া চোয়াল, ধারালো মুখাবয়ব, গড়া শরীর, আর আত্মবিশ্বাসভরা দৃষ্টি সব মিলিয়ে এক পরিণত, পরিপাটি ও আকর্ষণীয় কার্তিককেই এখন দেখছেন অনুরাগীরা। সোশ্যাল মাধ্যমে তাঁর নতুন লুককে ঘিরে উত্তেজনা তুঙ্গে। কেউ লিখছেন এটাই কার্তিকের সবচেয়ে পরিণত, সবচেয়ে ফিট, সবচেয়ে আভিজাত্যপূর্ণ রূপ।
ধর্মা প্রোডাকশনস ও নমঃ পিকচার্স-এর যৌথ প্রযোজনায় তৈরি এই ছবি আসছে ২০২৫ সালের বড়দিনে। পরিচালক জানিয়েছেন, এ ছবির মাধ্যমে রোমান্টিক নায়কের পরিচয়ে নতুন অধ্যায় রচনা করবেন কার্তিক। চরিত্র রে–র গভীরতা, আবেগ ও পরিণত সম্পর্কের জটিলতা—সবই ফুটিয়ে তুলতে নাকি নিজেকে সম্পূর্ণ বদলে ফেলেছেন তিনি।
শ্যুটিং সেটেই বারবার চোখ আটকে গেছে সহশিল্পীদের। কার্তিকের অনুশীলন, শৃঙ্খলা আর চরিত্র নিয়ে গবেষণা দেখে সবাই নাকি অবাক হয়ে গিয়েছেন। তাঁর এই রূপান্তরই হয়ে উঠেছে ছবির অন্যতম আকর্ষণ।
ক্রিসমাসে মুক্তি পেতে যাওয়া ছবিটি ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ চড়ছে। দর্শকরা অপেক্ষায় পরিচিত নায়ককে এক নতুন আলোয় দেখবেন কখন।
এমকে/এসএন