কৃতি শ্যাননের একটি ছোট্ট সোশ্যাল পোস্ট যেন তাঁর তারকা জীবনেরই সারাংশ তুলে দিল। জীবনে ভাগ্য যেমন থাকে, তেমনই থাকে থমকে যাওয়ার মুহূর্ত, ব্যর্থতার দীর্ঘ পথচলা। কিন্তু কৃতির মতে, যাঁরা আলোয় এসে দাঁড়ান, তাঁদের গল্পের ভিত গড়ে ওঠে প্রতিভা আর পরিশ্রমের ওপরই। ভাগ্য যতই অনুকূলে থাকুক, নিজের সামর্থ্যকে শাণিত না করলে সাফল্য কখনোই স্থায়ী হয় না এটাই ছিল তাঁর বার্তার মূল সুর।
শুরুতে কৃতির পথটা খুব সহজ ছিল না। অডিশন থেকে ফিরে আসা, অপেক্ষার দীর্ঘ সময়, দ্বিতীয় সুযোগের অনিশ্চয়তা সব মিলিয়ে তাঁর ভেতর তৈরি হয়েছিল একটাই বিশ্বাস, নিজেকে প্রতিদিন আরও ভালো করে গড়ে তোলার কোনো বিকল্প নেই। সেই বিশ্বাসই তাঁকে আজকের অবস্থানে দাঁড় করিয়েছে। জনপ্রিয়তার নরম আলোতে দাঁড়িয়ে তিনি বারবার মনে করিয়ে দেন অন্ধকারের সেই সময়গুলোকে, যেগুলো তাঁকে আরও শক্ত করেছে।
তাঁর এই বার্তা তরুণ শিল্পীদের মধ্যেও দারুণ সাড়া ফেলেছে। অনেকেই মনে করেছেন, তারকার ঝলমলে জীবনের আড়ালে থাকা কঠোর বাস্তবকে এভাবেই সহজভাবে বলার মধ্যেই কৃতির শক্তি। তিনি জানালেন, সাফল্য কোনো রাতারাতির বিস্ময় নয়; প্রতিটি দৃশ্যের পেছনেই থাকে অনুশীলন, ক্লান্তি আর স্থির থাকা। ভাগ্য পাশে থাকলে পথচলা সহজ হয় ঠিকই, কিন্তু পথটা শেষ পর্যন্ত নিজেকেই তৈরি করে নিতে হয় এই উপলব্ধিই তাঁর পোস্টটিকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।
আরপি/টিকে