রাজনীতির সঙ্গে জড়িত কাউকে নির্বাচন পর্যবেক্ষণ কাজে নিয়োগ দেয়া যাবেনা বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে নির্বাচন ভবনে ৪০ টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপের সূচনায় এ কথা জানান তিনি।
এ এম এম নাসিরউদ্দিন বলেন, নির্বাচন পর্যবেক্ষণে দায়িত্ব পালন কারীরা রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করলে নিজেদেরই সুনাম নষ্ট হবে। নির্বাচন সংশ্লিষ্টরা সঠিক দায়িত্ব পালন না করলে ভালো নির্বাচন হবেনা। তাই জাতীর ওয়াদা পূরণে নির্বাচন পর্যবেক্ষকসহ সকলের সহায়তা প্রয়োজন। স্বচ্ছ নির্বাচন করতে হলে সবাইকে আইন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
এ সময় সবাই আইন মেনে নির্বাচন কর্মসূচি পালন করছে কিনা এ বিষয়টিও সঠিক পর্যবেক্ষণ করতে পর্যবেক্ষকদের প্রতি আহবান জানান প্রধান নির্বাচন কমিশনার। এছাড়া দুপুরে আরও ৪১ টি সংস্থার সঙ্গে সংলাপে বসবে কমিশন।
এদিন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, দেশি কোন সংস্থা বিদেশী পর্যবেক্ষক নিয়োগ দিতে পারবে না। ভুয়া পর্যবেক্ষক এড়াতে পরিচয় পত্রে কিউআর কোড সিস্টেম চালু করবে নির্বাচন কমিশন।
কেএন/টিকে